শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের বিবাদমান কমিটির দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছে। সম্প্রতি ঘোষিত গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটির বিরোধ নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি তদন্ত দল গাংনী আসে। বৃহস্পতিবার দুপুরে গাংনী হাসপাতাল বাজারে কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত দলের সামনেই এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম হোসেন(১৭), জেলা ছাত্রলীগ সদস্য সবুর হোসেন(১৭) গাংনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে (২২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাংনী উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা নিয়ে বেশ কিছুদিন থেকে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলে আসছিলো।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতাকর্মী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে এগারটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সোহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ও জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুস সামাদ বাঁধন গাংনী উপজেলা শহওে ছাত্রলীগের বিরোধের বিষয়ে খোঁজ নিতে আসেন।

এসময় ছাত্রলীগের ইমরান-হাসিব পক্ষের লোকজন উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সেন্টু-শিশির পক্ষের নেতাকর্মীদের উপর চড়াও হয়। এতে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হলে অন্তত ৫ জন রক্তাত্ব জখম হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ পরিস্থিতি সামলে আহত ফাহিম ও সবুজকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মাজেদুল ইসলামকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়