শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের বিবাদমান কমিটির দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছে। সম্প্রতি ঘোষিত গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটির বিরোধ নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের একটি তদন্ত দল গাংনী আসে। বৃহস্পতিবার দুপুরে গাংনী হাসপাতাল বাজারে কেন্দ্রীয় ছাত্রলীগের তদন্ত দলের সামনেই এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগ নেতা ফাহিম হোসেন(১৭), জেলা ছাত্রলীগ সদস্য সবুর হোসেন(১৭) গাংনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে (২২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাংনী উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা নিয়ে বেশ কিছুদিন থেকে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলে আসছিলো।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতাকর্মী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে এগারটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সোহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ও জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুস সামাদ বাঁধন গাংনী উপজেলা শহওে ছাত্রলীগের বিরোধের বিষয়ে খোঁজ নিতে আসেন।

এসময় ছাত্রলীগের ইমরান-হাসিব পক্ষের লোকজন উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সেন্টু-শিশির পক্ষের নেতাকর্মীদের উপর চড়াও হয়। এতে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হলে অন্তত ৫ জন রক্তাত্ব জখম হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ পরিস্থিতি সামলে আহত ফাহিম ও সবুজকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মাজেদুল ইসলামকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়