শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখোশ পরে মহিলা দলের ওপর নারী কাউন্সিলরের হামলা!

আমাদের সময় : চট্টগ্রাম মহানগর মহিলা দলের দুটি ওয়ার্ড কমিটিতে নিজের অনুসারীদের গুরুত্বপূর্ণ পদে আনতে পারেননি। তাই বিরোধীপক্ষের ওপর মুখোশ পরে হামলার অভিযোগ ওঠেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনির বিরুদ্ধে। এতে নয়জন আহত হয়েছেন। গতকাল বিকালে নগরীর কাজির দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মনোয়ারা বেগম মনি চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি। গত বছরের অক্টোবরে একটি জনসভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দিলে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সহসভাপতি ফাতেমা বাদশাকে। গতকাল হামলায় আহত নয়জনই ফাতেমা বাদশার অনুসারী।

ফাতেমা বাদশার দাবি, মনি নিজেই মুখোশ পরে অনুসারীদের ওপর দলবল নিয়ে পরিকল্পিতভাবে চড়াও হয়েছেন। তবে মনোয়ারা বেগম মনি বলছেন, হামলার ঘটনা তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

জানা গেছে, হামলায় নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গোলজার বেগম, জামালখান ওয়ার্ডের সভানেত্রী মরজিনা বেগম, কোতোয়ালি থানার সহসভাপতি খালেদা বেগম, মহিলা দলনেত্রী জাহেদা সোলতানা, তাসলিমা আখতার, আনোয়ারা জাহান, নুরজাহান বেগম, হাজেরা বেগম আহত হন।

ফাতেমা বাদশা বলেন, সম্প্রতি বাগমনিরাম ও জামালখান ওয়ার্ড কমিটি গঠন হয়েছে। গতকাল একটি মতবিনিময় সভায় যাচ্ছিলাম। পথেই হামলা হয়। এ সময় আমার কর্মীরা একজনকে ধরে মুখোশ খুলে দেখেন তিনি মনোয়ারা বেগম মনি।

মনোয়ারা বেগম বলেন, গতকাল বাগমনিরাম ও জামালখান ওয়ার্ডের অনুষ্ঠান ছিল। সেখানে ঝাউতলা এলাকার নারীরা আসছেন। এ নিয়ে আমার এলাকার মেয়েদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। আমি করপোরেশনের কাজে ব্যস্ত ছিলাম। আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। তিনি বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে। সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। এটা জেনেই মূলত তারা সবাই ষড়যন্ত্র করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়