শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে সূর্যাস্ত দেখে মুগ্ধ রাষ্ট্রপতি

তিমির চক্রবর্ত্তী: সমূদ্র কন্যা কুয়াকাটা সৈকতে সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় বিশেষ হেলিকপ্টারযোগে ঢাকা থেকে কুয়াকাটায় অবতরণ করেন তিনি।

এ সময় তাকে স্বাগত জানান বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী, পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মইনুল ইসলাম। পরে, রাষ্ট্রপতি তার পরিবারের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণের সাথে কুয়াকাটা সৈকত ভ্রমণ ও কুয়াকাটার সুর্যাস্ত উপভোগ করেন।

সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখে তিনি অত্যন্ত আনোন্দিত হন। কলাপাড়া উপজেলার কুয়াকাটা বাংলাদেশের একটি ব্যতিক্রমী নয়নাভিরাম নৈসর্গিক শোভামন্ডিত ইকো-ট্যুরিজম। পর্যটন কেন্দ্রটি জেলা সদর পটুয়াখালী থেকে প্রায় ৭০ কিলোমিটার ও রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত।

রাষ্ট্রপতির সফরসঙ্গী ছিলেন তার সহধর্মিনী মিসেস রাশিদা খানম, পুত্র রাসেল আহমেদ তুহীনসহ পরিবারের সদস্যরা। এ সময় স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, রাষ্ট্রপতির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর তিনি বিশেষ গাড়িযোগে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল ইয়ুথ ইন এ অবস্থান করেন। পাঁচটা ৩০ মিটিনে তিনি সূর্যাস্ত দেখার জন্য সৈকতে নির্মাণ করা বিশেষ প্যান্ডেলে আসেন। সূর্যাস্ত দেখার পর তিনি সৈকত পরিদর্শন করে ৬টা ২০ মিনিটে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ইয়ুথ ইন মোটেলে চলে আসেন। সেখানে তিনি স্থানীয় অনির্বান শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

রাষ্ট্রপতি পর্যটন ইয়ুথ ইনে রাত্রিযাপন করবেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন বলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়