শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে সূর্যাস্ত দেখে মুগ্ধ রাষ্ট্রপতি

তিমির চক্রবর্ত্তী: সমূদ্র কন্যা কুয়াকাটা সৈকতে সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় বিশেষ হেলিকপ্টারযোগে ঢাকা থেকে কুয়াকাটায় অবতরণ করেন তিনি।

এ সময় তাকে স্বাগত জানান বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী, পুলিশের ডিআইজি মো. শফিকুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মইনুল ইসলাম। পরে, রাষ্ট্রপতি তার পরিবারের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণের সাথে কুয়াকাটা সৈকত ভ্রমণ ও কুয়াকাটার সুর্যাস্ত উপভোগ করেন।

সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখে তিনি অত্যন্ত আনোন্দিত হন। কলাপাড়া উপজেলার কুয়াকাটা বাংলাদেশের একটি ব্যতিক্রমী নয়নাভিরাম নৈসর্গিক শোভামন্ডিত ইকো-ট্যুরিজম। পর্যটন কেন্দ্রটি জেলা সদর পটুয়াখালী থেকে প্রায় ৭০ কিলোমিটার ও রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত।

রাষ্ট্রপতির সফরসঙ্গী ছিলেন তার সহধর্মিনী মিসেস রাশিদা খানম, পুত্র রাসেল আহমেদ তুহীনসহ পরিবারের সদস্যরা। এ সময় স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, রাষ্ট্রপতির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর তিনি বিশেষ গাড়িযোগে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেল ইয়ুথ ইন এ অবস্থান করেন। পাঁচটা ৩০ মিটিনে তিনি সূর্যাস্ত দেখার জন্য সৈকতে নির্মাণ করা বিশেষ প্যান্ডেলে আসেন। সূর্যাস্ত দেখার পর তিনি সৈকত পরিদর্শন করে ৬টা ২০ মিনিটে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ইয়ুথ ইন মোটেলে চলে আসেন। সেখানে তিনি স্থানীয় অনির্বান শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

রাষ্ট্রপতি পর্যটন ইয়ুথ ইনে রাত্রিযাপন করবেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন বলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়