শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা সিটি নির্বাচনে জনগণ অনাস্থা প্রকাশ করেছে, বললেন ড. কামাল

শাহানুজ্জামান টিটু ও মহসীন কবির : দুই সিটি নির্বাচনে ঐক্যফ্রন্ট সমর্থিত মেয়র প্রার্থীদের পরাজয়ের পর এই প্রথম বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্ট ভুক্ত দলগুলো। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড কামাল হোসেনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে গণতন্ত্র, আইনের শাসন ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সদ্য শেষ হওয়া সিটি নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার ওপর যুবসমাজ ও জনগণ অনাস্থা প্রকাশ করেছে।

তিনি বলেন, নির্বাচিত মেয়ররা মাত্র ৫ থেকে ৭ শতাংশ মানুষের রায় পেয়েছেন। বাকি ফলাফল ইভিএমের জাল ভোট। সরকার ভোটারদের ভয় পায় বলেই নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরো বলেন, জনগণ ভোটকেন্দ্রে না যাওয়ার অর্থ তারা মনে করে তাদের ভোটে এই সরকারের পরিবর্তন হবে না। এটি দেশ ও জাতির জন্য অশনিসংকেত বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠক শেষে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসীন রশিদ সাংবাদিকদেরকে জানান, নির্বাচিত মেয়েরা মাত্র ৫ থেকে ৭ শতাংশ মানুষের রায় পেয়েছে। বাকি ফলাফল ইভিএমের জাল ভোট। বর্তমান সরকারের আমলে গণতন্ত্র আইনের শাসন ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।

সরকার চায় ভোটাররা ভোট কেন্দ্রে না যাক সরকার ভোটারদের ভয় পায়। তাই সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জনগণ ভোট কেন্দ্রে না যাওয়ার অর্থ তার মনে করে তাদের ভোটে এই সরকারে পরিবর্তন হবে না। এটা দেশ জাতির জন্য একটা অশনি সংকেত।

খালেদা জিয়ার কারাবাসের দ্বিতীয় বছরের প্রতিবাদে ও মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৮ ফেব্রুয়ারি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। গণস্বাস্থ্য ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী।

গণফোরামের সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট মহসীন রশিদ, নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহীদুল্লা কায়সার, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব এ্যাডভোকেট আহমেদ বাদল, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়