শিরোনাম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের দিন সংবাদকর্মী রক্তাক্ত হলেও কোনো প্রতিবাদ নেই অনুভূতিহীন গণমাধ্যমের দলবাজ মোড়লদের

পীর হাবিবুর রহমান : ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হবে সংবাদকর্মী। কারণ সে খারাপ। সে তার পেশাদারিত্বের প্রতি দায়বদ্ধ। যখন তখন সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয় সন্ত্রাসী নয় পুলিশের মার খেয়ে রক্তাক্ত হবে, এ জন্য কারও বিচার হবে না। এটা তার পাওনা। গণমাধ্যমের শক্তি হলো তারা। এ নিয়ে দুই দলে বিভক্ত গায়ে মানে না আপনি মোড়ল -গণমাধ্যমের সেই সব সুবিধাভোগী মুখগুলো, যারা কখনো সমাজ অর্থনীতি দুর্নীতি রাজনীতি ক্ষমতা নিয়ে মানুষের জন্য কোনো ভূমিকা রাখে না, কেবল পেশাটাকে রাজনৈতিকভাবে নিজেদের ভাগ্যোন্নয়নে ফেরি করে তারাও উদাসীন। ভোটের দিন সংবাদকর্মীটি রক্তাক্ত হলো কোনো প্রতিবাদ নেই, অনুভূতিহীন গণমাধ্যমের দলবাজ মোড়লদের। আর সমাজের নষ্টরা তো আনন্দিতই, শেষ আশ্রয় সংবাদ কর্মী মার খেয়েছে,আরও খাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়