শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিটি জেলায় হবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিস, জোরদার হবে আইনের প্রয়োগ, বললেন খাদ্যমন্ত্রী

শরীফ শাওন : নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিস করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন মজুমদার। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে সরকার আরও কঠোর হবে। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হলেও তা কতটুকু নিরাপদ সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মন্ত্রী বলেন, ১৯৭২ সালেই বঙ্গবন্ধু বলেছিলেন, খাদ্যে ভেজান প্রদানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার হবে বিশেষ আইনে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবদিক লক্ষ্য রেখে খাদ্য নিরাপদ আইন করেছেন। নিরাপদ খাদ্য নিয়ে বিভিন্ন মন্ত্রনালয়ের প্রায় ৮৭টি ইউনিট সল্প জনবল নিয়ে কাজ করছে। ইতোমধ্যে আমরা আরো লোক নিয়োগ দিচ্ছি। ভবিষ্যতে প্রত্যেক জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিস করে আইনের প্রয়োগ জোরদার করা হবে।

সবশেষে তিনি বলেন, শুধু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবে না। নিজেকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মোছা. নাজমানারা খানুম। বক্তাদের মাঝে ছিলেন, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়