আবু মুত্তালিব, বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে মাদক মামলাসহ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী পিতাপুত্রসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাদক মামলায় আদালত কর্তৃক ৬ মাসের করে সাজাপ্রাপ্ত আসামী সান্তাহার ইয়ার্ড কলোনীর লাইবুল্যার ছেলে হেলাল মন্ডল (৪৬) ও তার ছেলে সোবহান ওরফে সুইট (২৭), এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে বশিপুরের মজবুল আলীর ছেলে আতোয়ার রহমান (৩৪), কলসা রথবাড়ির হাবিল উদ্দিনের ছেলে শাওন রহমান (৩১), এনামুল হকের ছেলে বেলাল হোসেন (৩৫), কাশিমালার মছির মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (৩০), মাদক মামলায় তারাপুর গ্রামের ইয়াদ আলির ছেলে আব্দুল কুদ্দুছ (৩৬), কোচকুড়ি পাড়ার সামছুল হকের ছেলে রাসেল পারভেজ (২৮)।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, গতকাল শনিবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: রাকিবুল