শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেমিফাইনালে বাংলাদেশকে হারানোর সামর্থ্য নেই নিউজিল্যান্ডের, বললেন অ্যালান উইলকিনস

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চলমান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল। সুপার লিগ কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের ১০৪ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে তারা। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আকবর আলীর দল। ফাইনালে উঠার লড়াইয়ে টাইগারদের হারানোর সামর্থ্য নেই কিউই যুবাদের, এমন মন্তব্য করেছেন ধারাভাষ্যকার অ্যালান উইলকিনস।

চলমান বিশ্বকাপে দুর্দান্ত খেলছে আকবর আলীরা। এছাড়া নিউজিল্যান্ডকেও কিছুদিন আগে তাদের ঘরের মাঠে সিরিজ হারিয়ে এসেছে তামিম-সাকিবদের উত্তরসূরিরা। টাইগারদের এমন পরফরমেন্স দেকে অ্যালান উইলকিনস বলেন, ‘নিউজিল্যান্ড বাংলাদেশকে হারাতে পারবে না। এই বাংলাদেশকে হারানোর সামর্থ্য এই নিউজিল্যান্ডের নেই। নিউজিল্যান্ড সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু এই দলটা অনেক বেশি ভালো।’

বাংলাদেশ ফাইনালে খেলবে বলেও মনে করেন ৬৬ বছর বয়সী এই ধারাভাষ্যকার। তিনি বলেন, ‘এই বাংলাদেশ দলটা অসাধারণ। আমার মনে হচ্ছে ওরা ফাইনাল পর্যন্ত পুরো পথ পাড়ি দেবে।’

উইলকিনসের চোখে বয়সের তুলনায় বাংলাদেশের যুবারা অনেক বেশি পরিপূর্ণ। বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করে উইলকিনস বলেন, ‘ওদের বৈচিত্র্য আছে, স্পিন বোলিং অনেক গভীরতা ওদের। রকিবুল না হলে অন্য একজন, সে না হলে আরেকজন। ওদের পেস বোলাররাও বেশ ভালো। আর ওদের ব্যাটিং! যেভাবে ব্যাট করে ওরা, দেখে অনেক পরিপূর্ণ মনে হয়।’

তিনি আরো বলেন, ‘নিউজিল্যান্ডের যতোই রূপকথার মতো গল্প থাকুক, ওয়েস্ট ইন্ডিজকে ওরা যেভাবে হারিয়েছে সেই ম্যাচের গল্পটা অনেক সুন্দর, নবম উইকেটে রূপকথার মতো একটা জুটি হলো তাদের। তবু আমার মনে হয় না ওদের হাতে যথেষ্ট গোলাবারুদ আছে, যেটা দিয়ে এই বাংলাদেশ দলটাকে তারা হারাতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়