শিরোনাম
◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুমিনুলকে অধিনায়ক করে এক সঙ্গে তিন টেস্টের দল ঘোষণা করবে বিসিবি

শিউলী আক্তার : পাকিস্তানের বিরুদ্ধে তিন দফা সিরিজের দ্বিতীয় দফায় খেলতে ৫ তারিখ দেশটির সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ১টি ম্যাচ খেলবেন মুমিনুল হকরা। তৃতীয় দফায় আরেক টেস্টের সাথে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে ১ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সবেমিলে ৩ টেস্টের জন্য আগামীকাল রোববার একসাথে স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। যেখানে পাকিস্তানের কন্ডিশন আর তাদের পেসারদের মোকাবেলায় যে বেশ সংগ্রাম করতে হবে সফরকারীদের, তা বেশ ভালোই জানা টাইগার নির্বাচকদের। সে কারণে তুলনামূলক সেরা দলই গঠন করা হচ্ছে বলে জানান বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এ প্রসঙ্গে আজ নান্নু বলেন, ‘পাকিস্তানের কন্ডিশন বেশ কঠিন। আর পাকিস্তান দলে বেশ কিছু ভালো পেসার আছে। আমাদের কঠিন সংগ্রামে পড়তে হবে। আমাদের হাতে যে সমস্ত খেলোয়াড় ছিলো, তাদের মধ্য থেকে সেরা দলই গঠন করার চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, ‘রোববার দল ঘোষণা হবে। যেহেতু পর পর তিনটি টেস্ট, এই কারণে আমরা তিন ম্যাচের জন্য ১৪ জনের দল দেবো।’

এদিকে বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়ার কারণে তড়িঘড়ি করে ভারত সফরে টেস্ট দলের দায়িত্ব দেয়া হয় মুমিনুল হককে। আগামী দুই সিরিজের ৩ টেস্টেও কী এই দায়িত্বে মুমিনুলইকেই বহাল রাখা হবে? জবাবে প্রধান নির্বাচক জানান, ‘ভারত সিরিজের মতই আগামী তিন টেস্টে জন্য মুমিনুলই অধিনায়কের দায়িত্বে থাকবে। আমরা ওর উপরই ভরসা রাখছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়