শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুমিনুলকে অধিনায়ক করে এক সঙ্গে তিন টেস্টের দল ঘোষণা করবে বিসিবি

শিউলী আক্তার : পাকিস্তানের বিরুদ্ধে তিন দফা সিরিজের দ্বিতীয় দফায় খেলতে ৫ তারিখ দেশটির সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ১টি ম্যাচ খেলবেন মুমিনুল হকরা। তৃতীয় দফায় আরেক টেস্টের সাথে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে ১ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সবেমিলে ৩ টেস্টের জন্য আগামীকাল রোববার একসাথে স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। যেখানে পাকিস্তানের কন্ডিশন আর তাদের পেসারদের মোকাবেলায় যে বেশ সংগ্রাম করতে হবে সফরকারীদের, তা বেশ ভালোই জানা টাইগার নির্বাচকদের। সে কারণে তুলনামূলক সেরা দলই গঠন করা হচ্ছে বলে জানান বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এ প্রসঙ্গে আজ নান্নু বলেন, ‘পাকিস্তানের কন্ডিশন বেশ কঠিন। আর পাকিস্তান দলে বেশ কিছু ভালো পেসার আছে। আমাদের কঠিন সংগ্রামে পড়তে হবে। আমাদের হাতে যে সমস্ত খেলোয়াড় ছিলো, তাদের মধ্য থেকে সেরা দলই গঠন করার চেষ্টা করেছি।’

তিনি আরো বলেন, ‘রোববার দল ঘোষণা হবে। যেহেতু পর পর তিনটি টেস্ট, এই কারণে আমরা তিন ম্যাচের জন্য ১৪ জনের দল দেবো।’

এদিকে বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়ার কারণে তড়িঘড়ি করে ভারত সফরে টেস্ট দলের দায়িত্ব দেয়া হয় মুমিনুল হককে। আগামী দুই সিরিজের ৩ টেস্টেও কী এই দায়িত্বে মুমিনুলইকেই বহাল রাখা হবে? জবাবে প্রধান নির্বাচক জানান, ‘ভারত সিরিজের মতই আগামী তিন টেস্টে জন্য মুমিনুলই অধিনায়কের দায়িত্বে থাকবে। আমরা ওর উপরই ভরসা রাখছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়