আসিফুজ্জামান পৃথিল: বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীনের বাইরে উহান করোনা ভাইরাস আক্রান্ত রোগির সংখ্যা ৯৮। কেউ মারাও যায়নি। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার তাগিদেই জারি হয়েছে জরুরি অবস্থা। বিবিসি, সিএনএন, শিনহুয়া
বিশ্বস্বাস্থ্য সংস্থা-হু বলছে, যেসব দেশে স্বাস্থ্য সেবা খাত দূর্বল, সেসব দেশে খুব দ্রুত এই রোগ ছড়িয়ে পরতে পারে।
চীনের বাইরে যাদের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গেছে তাদের অধিকাংশই বিভিন্ন কাছে হুবেই প্রদেশের উহানে গিয়েছিলেন।
২০০৩ সালে সার্স মহামরির সময় ২৬টি দেশ আক্রান্ত হয়েছিলো। আক্রান্ত হয়েছিলো ৮ হাজার ১০০ জন। আর মারা গিয়েছিলেন ৭৭৪ জন।
সে তুলনায় করোনা ভাইরাসে মারা গিয়েছেন বেশ কম। তবে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৯৬২জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, এই রোগের এখ নপর্যন্ত কোনও উপসম নেই। কেউ আক্রান্ত হলে প্রাকৃতিকভাবে উপসম বা মৃত্যুর অপেক্ষা করতে হবে।
তারা জানায়, শ্বাসযন্ত্রেই থাকে এই জীবানু। ছড়ায় মূলত হাঁচি ও কাশির মাধ্যমে।