শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজিপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের কবরস্থান থেকে ৩০ কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক: গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কবরস্থান থেকে ৩০টি লাশের কঙ্কাল চুরি হয়েছে। কবরস্থান থেকে হ্যান্ডগ্লাভস, চাকু ও কঙ্কাল পরিষ্কার করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ওই চুরির ঘটনা জানতে পারেন। বাংলা ট্রিবিউন

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত গবেষণা সহকারী আবদুল ওহাব মোল্লা জানান, গত কয়েক দিন ধরে ওই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে কবরস্থান থেকে আবার কঙ্কাল চুরির খবর পেয়ে দেখতে যান। গত কয়েক দিনে প্রায় ৩০টি কঙ্কাল চুরি হয়েছে।

বারির সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম চুরির সত্যতা নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম জানান, কবরস্থানের পাশেই সীমানা প্রাচীরের নিচে ফাকা স্থান রয়েছে।কবরস্থান এলাকায় রাতে অন্ধকার থাকে এবং লাইটিংয়ের ব্যবস্থা নেই।
এ সমস্যার কথা আগেও একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গল ও বুধবার রাতের যে কোনও সময়ে ওই চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, ‘২৪টির মতো কঙ্কাল কবর থেকে চুরির খবর পেয়েছি। এই সংখ্যা আরো বেশি হতে পারে। এ ব্যাপারে বারির পক্ষ থেকে বৃস্পতিবার সাধারণ ডায়রি (জিডি) করতে গেলে তাদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়