শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজিপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের কবরস্থান থেকে ৩০ কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক: গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কবরস্থান থেকে ৩০টি লাশের কঙ্কাল চুরি হয়েছে। কবরস্থান থেকে হ্যান্ডগ্লাভস, চাকু ও কঙ্কাল পরিষ্কার করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা ওই চুরির ঘটনা জানতে পারেন। বাংলা ট্রিবিউন

মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত গবেষণা সহকারী আবদুল ওহাব মোল্লা জানান, গত কয়েক দিন ধরে ওই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে কবরস্থান থেকে আবার কঙ্কাল চুরির খবর পেয়ে দেখতে যান। গত কয়েক দিনে প্রায় ৩০টি কঙ্কাল চুরি হয়েছে।

বারির সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম চুরির সত্যতা নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম জানান, কবরস্থানের পাশেই সীমানা প্রাচীরের নিচে ফাকা স্থান রয়েছে।কবরস্থান এলাকায় রাতে অন্ধকার থাকে এবং লাইটিংয়ের ব্যবস্থা নেই।
এ সমস্যার কথা আগেও একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মঙ্গল ও বুধবার রাতের যে কোনও সময়ে ওই চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, ‘২৪টির মতো কঙ্কাল কবর থেকে চুরির খবর পেয়েছি। এই সংখ্যা আরো বেশি হতে পারে। এ ব্যাপারে বারির পক্ষ থেকে বৃস্পতিবার সাধারণ ডায়রি (জিডি) করতে গেলে তাদের মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়