শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হলে খরচ দেবে চীন : পররাষ্ট্রমন্ত্রী

আমাদের সময় : চীনে অবস্থানরত কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলে চীন সরকার তার চিকিত্সার ব্যয় বহন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

চীনের উহান শহরে থাকা বাংলাদেশিদের মধ্যে মোট ৩৭০ জন দেশে আসতে সম্মত হয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে ১৫ জন বলেছেন ভাইরাস নিয়ে তারা দেশে ফিরতে চান না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে ফিরতে চান, এমন আরও কিছু লোক হয়তো আছেন। চীনা কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা তাদের নিয়ে আসব।’

তবে ৬ ফেব্রুয়ারির আগে উহান থেকে চীন কাউকে বের হতে দেবে না বলেও জানান তিনি।

চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরকম কোনো পরিকল্পনা আপাতত নেই।’

তিনি আরও বলেন, ‘এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। কারও মধ্যে উপসর্গ দেখা গেলে হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে এই ব্যবস্থা নিয়েছে।’

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর দেশটির সীমানা পেরিয়ে এই ভাইরাস বিশ্বের ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে ৯১ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত আসেনি।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত চীনে ১৭০ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছেন সাত হাজার ৭৭১ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়