মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফেল থেকে পাস করেছে ৫৪ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১৯ জন শিক্ষার্থী।
এছাড়া ফল পরিবর্তন হয়েছে আরও ২০৬ জন শিক্ষার্থীর। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে। বৃহস্পতিবার সকালে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাত হাজার ৮৬৫ জন শিক্ষার্থী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে। ওই শিক্ষার্থীরা নয় হাজার ৩৭৫টি খাতা চ্যালেঞ্জ করেছিল।
গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। সম্পাদনা: রাকিবুল