শিরোনাম
◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন”

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সতর্কতা আরও বাড়াতে হবে, বললেন বিএসএমএমইউয়ের চেয়ারম্যান ডা. এ বি এম আবদুল্লাহ

মিনহাজুল আবেদীন : সরকারের পক্ষ থেকে দেশবাসিকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। তবে এই ভাইরাস যাতে দেশে না ডুকতে পারে, সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অনান্য মন্ত্রণালয়গুলোতে সতর্কতা জারি করা হয়েছে। চীনের কর্মচারীদের পাশাপাশি বিমানবন্দরগুলোতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা ডিবিসি টিভিতে এসব কথা বলেন।

সানিয়া তহমিনা বলেন, এই রোগের ঝুঁকি থেকে সতর্কতার জন্য, ডিজিটাল আরচয়ে এবং হ্যান্ডহেলথ ইনফারেট থার্মোমিটার, বাংলাদেশের সব জায়গা দ্রুত সময়ের মধ্যে প্রতিস্থাপন করা হবে।

অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, চীনের মাছের বাজার থেকে এটি ছড়িয়েছে, মানুষের মধ্যে থেকে মানুষের মাঝে ভাইরাসটি ছড়ানোর সম্ভবনা বেশি রয়েছে, তবে সর্দি, কাশি, দেয়ার ফলে বাতাসের মাধ্যমে এটি দ্রুত ছড়াচ্ছে, জ্বর বাদেও নিওমোনিয়ার কারণে ভাইরাসটি বেশি ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, হাতের মধ্যে থেকে ভাইরাসটির উৎপত্তি হয়, তবে কী-বোর্ড, মাউস, অর্ধসিদ্ধো মাংস, ডিম থেকে ভাইরাস সংক্রমিত হতে পারে। এর বিকল্প ঔষুধ এখন পর্যন্ত তৈরি হয়নি, সুতরাং ভাইরাস থেকে উৎরণের জন্য আমাদের সবাইকে সর্তক থাকতে হবে।

এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, বাইরের দেশ থেকে আসা লোকগুলোর প্রতি বিশেষ নজরদারী করা হচ্ছে, তবে কাউকে সন্দেহ হলে তাকে আলাদাভাবে চেকআপ করা হচ্ছে এবং ফরম বিতরণের মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আর সকলকে ১টা নাম্বার দেয়া হচ্ছে, যাতে বিশেষ প্রয়োজনে তারা যোগাযোগ করতে পারে।

তিনি আরও বলেন, ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয় হবে, বিশেষ করে সব সময় হাত ধুতে হবে, হাঁচি দেয়ার সময় মুখে রুমাল দিতে হবে, বিদেশ থেকে আগত লোকদের থেকে দূরে থাকতে হবে, পাশাপাশি কাউকে সন্দেহ হলে দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেলে ফোন করে জানাতে হবে।

এ পর্যন্ত করোনা ভাইরাসে চীনে মারা গেছে ১৩২ জন, আক্রান্ত হয়েছে ৬ হাজারের বেশি, তবে ক্রমেই তা ছড়িয়ে পড়ছে, মালেশিয়া, নেপাল, ভারত, থাইল্যান্ডসহ ১৬টি দেশে এই ভাইরাস সনাক্ত হয়েছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়