শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সতর্কতা আরও বাড়াতে হবে, বললেন বিএসএমএমইউয়ের চেয়ারম্যান ডা. এ বি এম আবদুল্লাহ

মিনহাজুল আবেদীন : সরকারের পক্ষ থেকে দেশবাসিকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। তবে এই ভাইরাস যাতে দেশে না ডুকতে পারে, সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অনান্য মন্ত্রণালয়গুলোতে সতর্কতা জারি করা হয়েছে। চীনের কর্মচারীদের পাশাপাশি বিমানবন্দরগুলোতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা ডিবিসি টিভিতে এসব কথা বলেন।

সানিয়া তহমিনা বলেন, এই রোগের ঝুঁকি থেকে সতর্কতার জন্য, ডিজিটাল আরচয়ে এবং হ্যান্ডহেলথ ইনফারেট থার্মোমিটার, বাংলাদেশের সব জায়গা দ্রুত সময়ের মধ্যে প্রতিস্থাপন করা হবে।

অনুষ্ঠানে বিএসএমএমইউয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, চীনের মাছের বাজার থেকে এটি ছড়িয়েছে, মানুষের মধ্যে থেকে মানুষের মাঝে ভাইরাসটি ছড়ানোর সম্ভবনা বেশি রয়েছে, তবে সর্দি, কাশি, দেয়ার ফলে বাতাসের মাধ্যমে এটি দ্রুত ছড়াচ্ছে, জ্বর বাদেও নিওমোনিয়ার কারণে ভাইরাসটি বেশি ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, হাতের মধ্যে থেকে ভাইরাসটির উৎপত্তি হয়, তবে কী-বোর্ড, মাউস, অর্ধসিদ্ধো মাংস, ডিম থেকে ভাইরাস সংক্রমিত হতে পারে। এর বিকল্প ঔষুধ এখন পর্যন্ত তৈরি হয়নি, সুতরাং ভাইরাস থেকে উৎরণের জন্য আমাদের সবাইকে সর্তক থাকতে হবে।

এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, বাইরের দেশ থেকে আসা লোকগুলোর প্রতি বিশেষ নজরদারী করা হচ্ছে, তবে কাউকে সন্দেহ হলে তাকে আলাদাভাবে চেকআপ করা হচ্ছে এবং ফরম বিতরণের মাধ্যমে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আর সকলকে ১টা নাম্বার দেয়া হচ্ছে, যাতে বিশেষ প্রয়োজনে তারা যোগাযোগ করতে পারে।

তিনি আরও বলেন, ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয় হবে, বিশেষ করে সব সময় হাত ধুতে হবে, হাঁচি দেয়ার সময় মুখে রুমাল দিতে হবে, বিদেশ থেকে আগত লোকদের থেকে দূরে থাকতে হবে, পাশাপাশি কাউকে সন্দেহ হলে দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেলে ফোন করে জানাতে হবে।

এ পর্যন্ত করোনা ভাইরাসে চীনে মারা গেছে ১৩২ জন, আক্রান্ত হয়েছে ৬ হাজারের বেশি, তবে ক্রমেই তা ছড়িয়ে পড়ছে, মালেশিয়া, নেপাল, ভারত, থাইল্যান্ডসহ ১৬টি দেশে এই ভাইরাস সনাক্ত হয়েছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়