আবু হায়াত মাহমুদ: বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এতথ্য জানান।
আবদুল মোমেন বলেন, ‘চীনে অবস্থানরত বাংলাদেশী ছাত্রদের ব্যাপারে আমাদের অবস্থান পুরোপুরি পরিস্কার। সেখানে অবস্তানরত ছাত্রদের রেজিস্ট্রেশন হয়েছে, একটি লিস্টও করা হয়েছে। চীন সরকার অনুমতি দিলে আমরা শিক্ষার্থীদের দেশে ফেরানো শুরু করব।’
তবে দুই সপ্তাহ অবস্থান করে চীন সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই শিক্ষার্থীরা দেশে ফিরতে চান বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, চীন সরকারও বিশ্ব স্বাস্থ্যসংস্থার নির্দেশনা ও নিজেদের সতর্কতা অনুসায়ী ব্যবস্থা চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
সম্পাদনা: সারোয়ার জাহান