মাসুদ আলম : ঢাকা মহানগর দক্ষিণ গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে বনানী ১১ নং রোড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতিটের পেয়ে প্রাইভেটকার রেখে পালিয়ে যায় মোহামিন ইসলাম ও রুবেল হোসেন।
পরে প্রাইভেটকারে থাকা ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের মালিকের সহায়তায় ওইদিন সন্ধ্যায় হাজারীবাগ এলাকা থেকে পালিয়ে যাওয়া ওই দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়েছে।