শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইলটের ভুলেই বিধ্বস্ত হয়েছে কিংবদন্তি ব্রায়ান্টকে বহন করা হেলিকপ্টার

স্পোর্টস ডেস্ক : গত রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট ও তার মেয়ে জিয়ানা। এতোদিন পর উদঘাটন হলো হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ। ব্রায়ান্টের অকাল মৃত্যু নিয়ে গঠিত তদন্ত দল এর রিপোর্ট অনুযায়ী ব্রায়ান্টকে বহনকারী হেলিকপ্টার এর পাইলট এর ভুলে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

যুক্তরাষ্ট্রের কিংবদন্তী সাবেক বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শুরু হয়েছে তদন্ত। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার এই তদন্ত কাজ শুরু করে দুর্ঘটনার কারণ উদঘাটনে গঠিত হওয়া তদন্ত কমিটি।

প্রসঙ্গত, গত রোববার ব্রায়ান্ট ছাড়াও আরো ৯জন নিহত হন। সেদিন স্থানীয় সময় সকাল ১০টার দিকে ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণে বের হয়েছিলেন ব্রায়ান্ট। ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে হঠাৎ করে আগুন ধরে হেলিকপ্টারটি বিদ্ধস্ত হয়ে সবাই নিহত হন।

এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘মূলত আবহাওয়া এবং যান্ত্রিক ত্রুটির দিকটি খতিয়ে দেখলেও এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে যে হেলিকপ্টার এর নির্ধারীত উচ্চতা থেকে নিচে দিয়ে যাওয়ায় ঘন কুয়াশার কারনে পাইলট পথ বরাবর না দেখায় নিচে আচঁড়ে পড়ে হেলিকপ্টারটি।’

এদিকে কোবে ব্রায়ান্টের মৃত্যুতে মঙ্গলবারের সকল খেলা বাতিল করেছে ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন (এনবিএ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়