শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যমেলা বন্ধ থাকবে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি, চারদিন বাড়ানোয় ক্ষতি পুষিয়ে যাবে ধারণা ব্যবসায়ীদের

লাইজুল ইসলাম : গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন মেলা বন্ধ থাকবে। নোটিশ অনুযায়ী ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে বাণিজ্যমেলার স্টলগুলোকে নির্দেশনা দিয়ে মেলার তত্ত্ববধায়ক আবদুর রউফ, এই কারনেই চারদিন মেলার মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে একদিন বন্ধ ছিলো। এছাড়া কয়েকদিন কিছুটা বিলম্বে শুরু হয়েছে মেলার কার্যক্রম। তাই এই সিদ্ধান্ত।
বাণিজ্যমেলায় অংশগ্রহণ করা ঈগলু আইসক্রিমের মার্কেটিং অফিসার বায়েজিদ হাসান বলেন, এবার বাণিজ্যমেলায় ব্যবসা মোটামুটি ভালো হয়েছে। তবে বন্ধ না থাকলে ব্যবসা আরো ভালো হতো। ওয়ালটনের কর্মকর্তারা বলেন, এই শুক্রবার বন্ধ হওয়ায় একটা ক্ষতিতো হবেই। আগেও একটা শুক্রবার আমরা ব্যবসা করতে পারিনি। পরের শুক্রবার যদি খোলা থাকে তবে খুবই ভালো হবে।
মিল্কভিটার কর্মকর্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত মানতে আমরা বাদ্ধ। সে অনুযায়ী আমরা বন্ধ রাখবো। এবার বাণিজ্যমেলা থেকে খুব ভালো স্বারা পাওয়া গেছে। শেষের চারদিন আরো ভালো ব্যবস্থা হবে বলে আশা প্রকাশ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়