শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যমেলা বন্ধ থাকবে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি, চারদিন বাড়ানোয় ক্ষতি পুষিয়ে যাবে ধারণা ব্যবসায়ীদের

লাইজুল ইসলাম : গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন মেলা বন্ধ থাকবে। নোটিশ অনুযায়ী ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে বাণিজ্যমেলার স্টলগুলোকে নির্দেশনা দিয়ে মেলার তত্ত্ববধায়ক আবদুর রউফ, এই কারনেই চারদিন মেলার মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে একদিন বন্ধ ছিলো। এছাড়া কয়েকদিন কিছুটা বিলম্বে শুরু হয়েছে মেলার কার্যক্রম। তাই এই সিদ্ধান্ত।
বাণিজ্যমেলায় অংশগ্রহণ করা ঈগলু আইসক্রিমের মার্কেটিং অফিসার বায়েজিদ হাসান বলেন, এবার বাণিজ্যমেলায় ব্যবসা মোটামুটি ভালো হয়েছে। তবে বন্ধ না থাকলে ব্যবসা আরো ভালো হতো। ওয়ালটনের কর্মকর্তারা বলেন, এই শুক্রবার বন্ধ হওয়ায় একটা ক্ষতিতো হবেই। আগেও একটা শুক্রবার আমরা ব্যবসা করতে পারিনি। পরের শুক্রবার যদি খোলা থাকে তবে খুবই ভালো হবে।
মিল্কভিটার কর্মকর্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত মানতে আমরা বাদ্ধ। সে অনুযায়ী আমরা বন্ধ রাখবো। এবার বাণিজ্যমেলা থেকে খুব ভালো স্বারা পাওয়া গেছে। শেষের চারদিন আরো ভালো ব্যবস্থা হবে বলে আশা প্রকাশ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়