শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যমেলা বন্ধ থাকবে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি, চারদিন বাড়ানোয় ক্ষতি পুষিয়ে যাবে ধারণা ব্যবসায়ীদের

লাইজুল ইসলাম : গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন মেলা বন্ধ থাকবে। নোটিশ অনুযায়ী ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে বাণিজ্যমেলার স্টলগুলোকে নির্দেশনা দিয়ে মেলার তত্ত্ববধায়ক আবদুর রউফ, এই কারনেই চারদিন মেলার মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে একদিন বন্ধ ছিলো। এছাড়া কয়েকদিন কিছুটা বিলম্বে শুরু হয়েছে মেলার কার্যক্রম। তাই এই সিদ্ধান্ত।
বাণিজ্যমেলায় অংশগ্রহণ করা ঈগলু আইসক্রিমের মার্কেটিং অফিসার বায়েজিদ হাসান বলেন, এবার বাণিজ্যমেলায় ব্যবসা মোটামুটি ভালো হয়েছে। তবে বন্ধ না থাকলে ব্যবসা আরো ভালো হতো। ওয়ালটনের কর্মকর্তারা বলেন, এই শুক্রবার বন্ধ হওয়ায় একটা ক্ষতিতো হবেই। আগেও একটা শুক্রবার আমরা ব্যবসা করতে পারিনি। পরের শুক্রবার যদি খোলা থাকে তবে খুবই ভালো হবে।
মিল্কভিটার কর্মকর্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত মানতে আমরা বাদ্ধ। সে অনুযায়ী আমরা বন্ধ রাখবো। এবার বাণিজ্যমেলা থেকে খুব ভালো স্বারা পাওয়া গেছে। শেষের চারদিন আরো ভালো ব্যবস্থা হবে বলে আশা প্রকাশ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়