শিরোনাম
◈ বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের ◈ শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান ◈ ইসিতে প্রথম দিনের আপিল শুনানি: প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন ◈ আবার ক্রিকেট মাঠে মৃত্যু, এবার মারা গেলেন রঞ্জি ট্রফিতে খেলা মিজোরামের ক্রিকেটার ◈ ‘বিড়িতে সুখ টানেও দাঁড়িপাল্লায় ভোট’ চাওয়া সেই জামায়াত প্রার্থী ফয়জুল হককে শোকজ ◈ একজন সামান্য কর্মী থেকে যেভাবে হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ◈ ১৫ বছরে পুলিশ দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল: আইজিপি (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ ইংল‌্যা‌ন্ডের মঈন আলী বল‌লেন, বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, ত‌বে বিশ্বমানের নেই  ◈ ২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশন্সের সেমিফাইনালে মরক্কো

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যমেলা বন্ধ থাকবে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি, চারদিন বাড়ানোয় ক্ষতি পুষিয়ে যাবে ধারণা ব্যবসায়ীদের

লাইজুল ইসলাম : গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন মেলা বন্ধ থাকবে। নোটিশ অনুযায়ী ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে বাণিজ্যমেলার স্টলগুলোকে নির্দেশনা দিয়ে মেলার তত্ত্ববধায়ক আবদুর রউফ, এই কারনেই চারদিন মেলার মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে একদিন বন্ধ ছিলো। এছাড়া কয়েকদিন কিছুটা বিলম্বে শুরু হয়েছে মেলার কার্যক্রম। তাই এই সিদ্ধান্ত।
বাণিজ্যমেলায় অংশগ্রহণ করা ঈগলু আইসক্রিমের মার্কেটিং অফিসার বায়েজিদ হাসান বলেন, এবার বাণিজ্যমেলায় ব্যবসা মোটামুটি ভালো হয়েছে। তবে বন্ধ না থাকলে ব্যবসা আরো ভালো হতো। ওয়ালটনের কর্মকর্তারা বলেন, এই শুক্রবার বন্ধ হওয়ায় একটা ক্ষতিতো হবেই। আগেও একটা শুক্রবার আমরা ব্যবসা করতে পারিনি। পরের শুক্রবার যদি খোলা থাকে তবে খুবই ভালো হবে।
মিল্কভিটার কর্মকর্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত মানতে আমরা বাদ্ধ। সে অনুযায়ী আমরা বন্ধ রাখবো। এবার বাণিজ্যমেলা থেকে খুব ভালো স্বারা পাওয়া গেছে। শেষের চারদিন আরো ভালো ব্যবস্থা হবে বলে আশা প্রকাশ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়