শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাস আতঙ্কে চীনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলো হংকং

ইয়াসিন আরাফাত : হংকংবাসী আগেই জানিয়েছিলেন, কোনও অবস্থাতেই এখন চীনের সঙ্গে যাতায়াতের রাস্তা খোলা রাখা যাবে না৷ ফলে আগে থেকেই রেল-সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার পর এবার চীনের সঙ্গে অভ্যন্তরীণ আকাশপথ বন্ধ করলো হংকং প্রশাসন৷ এর ফলে দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে৷  সর্বশেষ তথ্য মতে এপর্যন্ত চীনে শতাধিক মানুষ করোনা ভাইরাসে মারা গেছে৷ আক্রান্ত হয়েছে ২ হাজারের বেশি মানুষ৷

হংকংয়ের প্রধান প্রশাসক ক্যারি ল্যাম মঙ্গলবার বলেন, সাময়িক সময়ের জন্য এমন যোগাযোগ বন্ধ করা হচ্ছে। চীনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় মূল ভূখণ্ডের সঙ্গে আকাশ ও সীমান্তপথে সব ধরনের যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করা হলো৷ হংকংয়ের মেডিকেল ইউনিয়নের তীব্র চাপ আসার পরে এই সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার৷ এর আগে তারা হুমকি দিয়েছিলো সীমান্ত বন্ধ না হলে অবরোধ ডাকা হবে।

মূলত হংকংয়ে ৮ জন ও চীনের আরেকটি বিশেষ প্রশাসনিক শহর ম্যাকাওতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫ জন বলে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট পাওয়া যায়৷ ফলে চরম আতঙ্কিত হংকংবাসী৷

এদিকে পরিস্থিতি ভয়াবহ তা আগেই জানিয়েছে চীন সরকার৷ প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, দেশজুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে৷ কোনও অবস্থাতেই নিষিদ্ধ ঘোষণা করা এলাকায় আসা যাওয়া করা যাবে না৷ ফলে দেশটির হুবেই শহর অবরুদ্ধ৷ এখানেই করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি৷ হুবেই প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলে ১৩০০ মানুষ করোনাভাইরাস আক্রান্ত৷ এদের মধ্যে ১২৫ জনের অবস্থা গুরুতর। রোববার থেকে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬৫ শতাংশ বেড়েছে।

 

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিভিন্ন দেশে ঢুকেছে৷ বিবিসি জানাচ্ছে, অস্ট্রেলিয়া-৫, কম্বোডিয়া-১, কানাডা-১, ফ্রান্স-৩, জার্মানি-১, জাপান-৪, মালয়েশিয়া-৪, নেপাল-১, সিঙ্গাপুর-৫, দক্ষিণ কোরিয়া-৪, শ্রীংলকা-১, থাইল্যান্ড-৮, তাইওয়ান-৪, যুক্তরাষ্ট্র-৫ ও ভিয়েতনামে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়