শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী, পশ্চিম হবে ইজরায়েলের

আসিফুজ্জামান পৃথিল : মসজিদুল আকসার বর্তমান দায়িত্বে রয়েছেন জর্দানের বাদশাহ আবদুল্লাহ। ট্রাম্পের মতে, বাদশাহ নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তাই ভবিষ্যতেও এই দায়িত্ব তার কাছেই থাকবে।

মুসলিমরা হারাম শরিফ বা আল আকসায় স্বাধীনভাবে প্রবেশ করতে ও নামাজ পড়তে পারবেন।ট্রাম্পের দাবি, নতুন পরিকল্পনা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিনের আয়তন বর্তমানের দ্বিগুনেরও বেশি হবে। এটি কোনও দ্বিধাবিভক্ত রাষ্ট্র হবে না। নাগরিকরা স্বাধীনভাবে একস্থান থেকে আরেক স্থানে যাতায়াত করতে পারবেন।

ট্রাম্প জানান, ফিলিস্তিনের নতুন একটি ম্যাপ প্রস্তুত হয়েছে। সমস্ত আলোচনা এটির ভিত্তিতে করা যেতে পারে। ট্রাম্প এই বিষয়টি অবহিত করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছেন। তিনি তার উত্তরের অপেক্ষায় রয়েছেন।
ফিলিস্তিনের উন্নয়নকল্পে ৫ হাজার কোটি ডলারের আর্থক অনুদান দেয়া হবে। পাশাপাশি যে কোনও প্রয়োজনে সহযোগিতার দুয়ার খোলা থাকবে।

তবে ট্রাম্প শর্ত দিয়ে বলেছেন, হামাসকে অবশ্যই সব ধরণের ‘সন্ত্রাসী কার্যক্রম’ বন্ধ করতে হবে। এদিকে ওয়াশিংটন সফররত ইজরায়েলি প্রধানমন্ত্রী দিনটিকে ইজরায়েলের জন্য মহানতম দিন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প ইজরায়েলের ইতিহাসের শ্রেষ্ঠতম বন্ধু।

এই ঘোষণার আগেই তা প্রত্যাখান করা হবে জানিয়ে রেখেছিলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা বলছে, ইজরায়েলি দখলদার বাহিনী চলে যাওয়ার আগ পর্যন্ত তারা আলোচনার টেবিলে বসবে না। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়