শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের ফিরিয়ে নিতে কী ধরনের বিমান পাঠানো হবে জানতে চেয়েছে চীন

কূটনৈতিক প্রতিবেদক : মঙ্গলবার এ তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশিদের ফিরিয়ে নিতে কী ধরনের বিমান পাঠানো হবে জানতে চেয়েছে চীন। দেশটি থেকে ফিরতে আগ্রহীদের নিবন্ধন শুরু করেছি আমরা। ফিরে আসতে আগ্রহী বাংলাদেশিদের সংখ্যার ভিত্তিতে আমরা দুই এক দিনের মধ্যেই এ ব্যাপারে সঠিক ধারণ ক্ষমতার বিমান নির্ধারণ করে দেশটিকে জানাবো।

শাহরিয়ার আলম বলেন, দেশটিতে থাকা বাংলাদেশীদের অনুরোধ করবো তাদের ফিরিয়ে আনতে যে সময় লাগবে ততদিন তারা যেন চীন সরকারের প্রতিটি নির্দেশনা মেনে চলে। প্রবাাসীদের দেশে থাকা পরিবারের সদস্যরা যেন তাদেরকে এ তথ্য পৌঁছে দেন সে অনুরোধ থাকলো।

তিনি বলেন, আমাদের দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে ২৪ ঘণ্টা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও অতি প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করছেন। আমরা ঢাকা থেকে দূতাবাসের কার্যক্রম তদারকি ও সমন্বয় করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশী এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশটির সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা উহান অঞ্চলে ৩ থেকে ৪শ বাংলাদেশী রয়েছেন। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর (৮৬)-১৭৮০১১১৬০০৫ অথবা উইচ্যাট গ্রুপের মাধ্যমেও দেশটিতে থাকা বাংলাদেশিরা জরুরী সেবা নিতে পারবেন।

">করোনাভাইরাস : ঘুমানোরও সময় নেই, কাঁদছেন ক্লান্ত চিকিৎসকরা (ভিডিও)

  • সর্বশেষ
  • জনপ্রিয়