শিরোনাম
◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের ফিরিয়ে নিতে কী ধরনের বিমান পাঠানো হবে জানতে চেয়েছে চীন

কূটনৈতিক প্রতিবেদক : মঙ্গলবার এ তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশিদের ফিরিয়ে নিতে কী ধরনের বিমান পাঠানো হবে জানতে চেয়েছে চীন। দেশটি থেকে ফিরতে আগ্রহীদের নিবন্ধন শুরু করেছি আমরা। ফিরে আসতে আগ্রহী বাংলাদেশিদের সংখ্যার ভিত্তিতে আমরা দুই এক দিনের মধ্যেই এ ব্যাপারে সঠিক ধারণ ক্ষমতার বিমান নির্ধারণ করে দেশটিকে জানাবো।

শাহরিয়ার আলম বলেন, দেশটিতে থাকা বাংলাদেশীদের অনুরোধ করবো তাদের ফিরিয়ে আনতে যে সময় লাগবে ততদিন তারা যেন চীন সরকারের প্রতিটি নির্দেশনা মেনে চলে। প্রবাাসীদের দেশে থাকা পরিবারের সদস্যরা যেন তাদেরকে এ তথ্য পৌঁছে দেন সে অনুরোধ থাকলো।

তিনি বলেন, আমাদের দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে ২৪ ঘণ্টা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও অতি প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করছেন। আমরা ঢাকা থেকে দূতাবাসের কার্যক্রম তদারকি ও সমন্বয় করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশী এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশটির সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা উহান অঞ্চলে ৩ থেকে ৪শ বাংলাদেশী রয়েছেন। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর (৮৬)-১৭৮০১১১৬০০৫ অথবা উইচ্যাট গ্রুপের মাধ্যমেও দেশটিতে থাকা বাংলাদেশিরা জরুরী সেবা নিতে পারবেন।

">করোনাভাইরাস : ঘুমানোরও সময় নেই, কাঁদছেন ক্লান্ত চিকিৎসকরা (ভিডিও)

  • সর্বশেষ
  • জনপ্রিয়