শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের ফিরিয়ে নিতে কী ধরনের বিমান পাঠানো হবে জানতে চেয়েছে চীন

কূটনৈতিক প্রতিবেদক : মঙ্গলবার এ তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশিদের ফিরিয়ে নিতে কী ধরনের বিমান পাঠানো হবে জানতে চেয়েছে চীন। দেশটি থেকে ফিরতে আগ্রহীদের নিবন্ধন শুরু করেছি আমরা। ফিরে আসতে আগ্রহী বাংলাদেশিদের সংখ্যার ভিত্তিতে আমরা দুই এক দিনের মধ্যেই এ ব্যাপারে সঠিক ধারণ ক্ষমতার বিমান নির্ধারণ করে দেশটিকে জানাবো।

শাহরিয়ার আলম বলেন, দেশটিতে থাকা বাংলাদেশীদের অনুরোধ করবো তাদের ফিরিয়ে আনতে যে সময় লাগবে ততদিন তারা যেন চীন সরকারের প্রতিটি নির্দেশনা মেনে চলে। প্রবাাসীদের দেশে থাকা পরিবারের সদস্যরা যেন তাদেরকে এ তথ্য পৌঁছে দেন সে অনুরোধ থাকলো।

তিনি বলেন, আমাদের দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে ২৪ ঘণ্টা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও অতি প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করছেন। আমরা ঢাকা থেকে দূতাবাসের কার্যক্রম তদারকি ও সমন্বয় করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশী এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশটির সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা উহান অঞ্চলে ৩ থেকে ৪শ বাংলাদেশী রয়েছেন। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর (৮৬)-১৭৮০১১১৬০০৫ অথবা উইচ্যাট গ্রুপের মাধ্যমেও দেশটিতে থাকা বাংলাদেশিরা জরুরী সেবা নিতে পারবেন।

">করোনাভাইরাস : ঘুমানোরও সময় নেই, কাঁদছেন ক্লান্ত চিকিৎসকরা (ভিডিও)

  • সর্বশেষ
  • জনপ্রিয়