শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের ফিরিয়ে নিতে কী ধরনের বিমান পাঠানো হবে জানতে চেয়েছে চীন

কূটনৈতিক প্রতিবেদক : মঙ্গলবার এ তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশিদের ফিরিয়ে নিতে কী ধরনের বিমান পাঠানো হবে জানতে চেয়েছে চীন। দেশটি থেকে ফিরতে আগ্রহীদের নিবন্ধন শুরু করেছি আমরা। ফিরে আসতে আগ্রহী বাংলাদেশিদের সংখ্যার ভিত্তিতে আমরা দুই এক দিনের মধ্যেই এ ব্যাপারে সঠিক ধারণ ক্ষমতার বিমান নির্ধারণ করে দেশটিকে জানাবো।

শাহরিয়ার আলম বলেন, দেশটিতে থাকা বাংলাদেশীদের অনুরোধ করবো তাদের ফিরিয়ে আনতে যে সময় লাগবে ততদিন তারা যেন চীন সরকারের প্রতিটি নির্দেশনা মেনে চলে। প্রবাাসীদের দেশে থাকা পরিবারের সদস্যরা যেন তাদেরকে এ তথ্য পৌঁছে দেন সে অনুরোধ থাকলো।

তিনি বলেন, আমাদের দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে ২৪ ঘণ্টা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও অতি প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করছেন। আমরা ঢাকা থেকে দূতাবাসের কার্যক্রম তদারকি ও সমন্বয় করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশী এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশটির সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা উহান অঞ্চলে ৩ থেকে ৪শ বাংলাদেশী রয়েছেন। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর (৮৬)-১৭৮০১১১৬০০৫ অথবা উইচ্যাট গ্রুপের মাধ্যমেও দেশটিতে থাকা বাংলাদেশিরা জরুরী সেবা নিতে পারবেন।

">করোনাভাইরাস : ঘুমানোরও সময় নেই, কাঁদছেন ক্লান্ত চিকিৎসকরা (ভিডিও)

  • সর্বশেষ
  • জনপ্রিয়