শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের ফিরিয়ে নিতে কী ধরনের বিমান পাঠানো হবে জানতে চেয়েছে চীন

কূটনৈতিক প্রতিবেদক : মঙ্গলবার এ তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশিদের ফিরিয়ে নিতে কী ধরনের বিমান পাঠানো হবে জানতে চেয়েছে চীন। দেশটি থেকে ফিরতে আগ্রহীদের নিবন্ধন শুরু করেছি আমরা। ফিরে আসতে আগ্রহী বাংলাদেশিদের সংখ্যার ভিত্তিতে আমরা দুই এক দিনের মধ্যেই এ ব্যাপারে সঠিক ধারণ ক্ষমতার বিমান নির্ধারণ করে দেশটিকে জানাবো।

শাহরিয়ার আলম বলেন, দেশটিতে থাকা বাংলাদেশীদের অনুরোধ করবো তাদের ফিরিয়ে আনতে যে সময় লাগবে ততদিন তারা যেন চীন সরকারের প্রতিটি নির্দেশনা মেনে চলে। প্রবাাসীদের দেশে থাকা পরিবারের সদস্যরা যেন তাদেরকে এ তথ্য পৌঁছে দেন সে অনুরোধ থাকলো।

তিনি বলেন, আমাদের দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা পালাক্রমে ২৪ ঘণ্টা তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ও অতি প্রয়োজনীয় বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করছেন। আমরা ঢাকা থেকে দূতাবাসের কার্যক্রম তদারকি ও সমন্বয় করছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশী এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশটির সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা উহান অঞ্চলে ৩ থেকে ৪শ বাংলাদেশী রয়েছেন। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর (৮৬)-১৭৮০১১১৬০০৫ অথবা উইচ্যাট গ্রুপের মাধ্যমেও দেশটিতে থাকা বাংলাদেশিরা জরুরী সেবা নিতে পারবেন।

">করোনাভাইরাস : ঘুমানোরও সময় নেই, কাঁদছেন ক্লান্ত চিকিৎসকরা (ভিডিও)

  • সর্বশেষ
  • জনপ্রিয়