শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলছাত্রী স্মৃতি নাথ সীমাকে ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড বহাল

এস এম নূর মোহাম্মদ: লক্ষ্মীপুরের স্কুলছাত্রী স্মৃতি নাথ সীমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আট জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বাকী দুই জনের দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন করা হয়েছে। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লা এ রায় দেন। মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন- হিরণ, নুর নবী, নুর আলম, হেদায়েত উল্যা হেদু, সাদ্দাম (পলাতক), সুমন (পলাতক), রাশেদ (পলাতক) ও মানিকের (পলাতক)। এছাড়া আনোয়ার ও সোহেলকে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়েছে।

২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এরপর কারাবন্দী আসামিরা আপিল করেন হাইকোর্টে। ২০১২ সালের ১৮ জুলাই রাতে একদল ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের মারধর করে ও ৭ম শ্রেণির ছাত্রী সীমাকে ধর্ষণ করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন সীমার দাদা কৃষ্ণলাল দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ২৫ মে ২৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারিক আদালত রায়ের সময় ১৫ জনকে খালাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়