শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলছাত্রী স্মৃতি নাথ সীমাকে ধর্ষণের পর হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড বহাল

এস এম নূর মোহাম্মদ: লক্ষ্মীপুরের স্কুলছাত্রী স্মৃতি নাথ সীমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আট জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বাকী দুই জনের দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন করা হয়েছে। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লা এ রায় দেন। মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন- হিরণ, নুর নবী, নুর আলম, হেদায়েত উল্যা হেদু, সাদ্দাম (পলাতক), সুমন (পলাতক), রাশেদ (পলাতক) ও মানিকের (পলাতক)। এছাড়া আনোয়ার ও সোহেলকে যাবজ্জীবন দণ্ড দেয়া হয়েছে।

২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এরপর কারাবন্দী আসামিরা আপিল করেন হাইকোর্টে। ২০১২ সালের ১৮ জুলাই রাতে একদল ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের মারধর করে ও ৭ম শ্রেণির ছাত্রী সীমাকে ধর্ষণ করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন সীমার দাদা কৃষ্ণলাল দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ২৫ মে ২৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারিক আদালত রায়ের সময় ১৫ জনকে খালাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়