মশিউর অর্ণব: সোমবার স্থানীয় সময় রাতে জম্মুর আন্তর্জাতিক সীমানা এলাকায় এই ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডে
সীমান্ত পেরিয়ে একটি ড্রোন ভারতের আকাশসীমায় ঢুকে পড়ার পর সেটি গুলি করে ভূপাতিত করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভূপাতিত হওয়ার পর ড্রোনটিতে সংযুক্ত কোনো ক্যামেরা পাওয়া যায়নি।
জম্মু ফ্রন্টিয়ারের আইজি এনএস জামওয়াল জানান, রাতে জম্মুর আন্তর্জাতিক সীমান্তের এরিনা বেল্টের আকাশে ড্রোনসদশ একটি উড়ন্ত বস্তু দেখা যায়। ক্যামেরাবিহীন ঐ ড্রোনটি যে পাকিস্তানেরই, সেটি নিশ্চিত করেছেন তিনি।