শিরোনাম
◈ রাজধানীতে ককটেল তৈরির গোপন ঘাঁটি আটক, পুলিশ বলছে টার্গেট ছিল ১৭ নভেম্বর ◈ নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার দল ◈ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি ◈ বাংলাদেশকে বিধস্ত ক‌রে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান ◈ রাতে আন্তর্জা‌তিক প্রী‌তি ম‌্যা‌চে আর্জেন্টিনার লড়াই, প্রতিপক্ষ অ্যাঙ্গোলা ◈ সব ব্যাংককে সতর্কতা: প্রার্থীর ঋণ-তথ্য সঠিকভাবে সিআইবিতে হালনাগাদ করতে হবে ◈ যুবদের আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টোয়েন্টিতে আরও ভারতীয় ক্রিকেটার চান গ্রা‌য়েম স্মিথ  ◈ ৪৮ ঘণ্টার মধ্যে ২ দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের ◈ নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে স্কেভেটরসহ তিনটি গাড়ি জব্দ

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের নেতৃত্বে সোমবার মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের হাদি মুছা এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় অভিযান চালিয়ে স্কেভেটর ও ট্রাক দুটি জব্দ করা হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় স্কেভেটর ও ট্রাক মালিক পালিয়ে যায়। মালিক না পেয়ে স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেনের জিম্মায় দেয়া হয়েছে স্কেভেটরটি এবং ট্রাক দুটি মিরসরাই থানার জিম্মায় রাখা হয়।

স্থানীয় এলাকাবাসি অভিযোগ করেন, গত ৮-১০দিন ধরে শরিফ উদ্দিন শোভন নামে জনৈক ব্যক্তি কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করছে। এলাকার সচেতন মহল অভিযোগ করেন, পরিবেশ বিষয়ে সচেতনতার অভাবে জমির মালিকরা এক শ্রেনীর মুনাফা লোভীর প্রলোভনে পড়ে কৃষি জমির টপ সয়েল বিক্রি করে দীর্ঘ মেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছে।

মিরসরাই সহকারি কমিশনার (ভুমি) রাশেদুল ইসলাম জানান,এভাবে মাটি কাটার ফলে মাটির জৈব শক্তি কমে গিয়ে দীর্ঘ মেয়াদী ক্ষতির মুখে পড়ছে মানুষ। মিরসরাই উপজেলা প্রশাসন এ ধরনের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, কৃষি জমির টপ সয়েল বিক্রির ফলে জমির উর্বরতা হারাচ্ছে। আগামীতে খাদ্য ঘাটতিসহ পরিবেশ বিপর্যয়ের ফলে ফসলি জমি হুমকির মুখে পড়বে। এধরণের অপরাধ মূলক কাজে কখনো সামান্যতম ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়