শিরোনাম
◈ একের পর হামলা-হত্যাকাণ্ড, আস‌ছে ছাত্রদের বি‌ক্ষোভ,  ‌বেসামাল দেশ, প্রশাসন নির্লিপ্ত কেন?  ◈ দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র পেছনে ফেলে নির্বাচনের পথে বিএনপি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় বার্সেলোনার টানা সপ্তম জয় ◈ ইউ‌রো‌পীয় ইউ‌নিয়ন বাংলাদেশের ফুটবল উন্নয়নে পা‌শে থাক‌তে আগ্রহী ◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে স্কেভেটরসহ তিনটি গাড়ি জব্দ

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি স্কেভেটর ও ২টি ট্রাক জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের নেতৃত্বে সোমবার মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের হাদি মুছা এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় অভিযান চালিয়ে স্কেভেটর ও ট্রাক দুটি জব্দ করা হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় স্কেভেটর ও ট্রাক মালিক পালিয়ে যায়। মালিক না পেয়ে স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ হোসেনের জিম্মায় দেয়া হয়েছে স্কেভেটরটি এবং ট্রাক দুটি মিরসরাই থানার জিম্মায় রাখা হয়।

স্থানীয় এলাকাবাসি অভিযোগ করেন, গত ৮-১০দিন ধরে শরিফ উদ্দিন শোভন নামে জনৈক ব্যক্তি কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করছে। এলাকার সচেতন মহল অভিযোগ করেন, পরিবেশ বিষয়ে সচেতনতার অভাবে জমির মালিকরা এক শ্রেনীর মুনাফা লোভীর প্রলোভনে পড়ে কৃষি জমির টপ সয়েল বিক্রি করে দীর্ঘ মেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছে।

মিরসরাই সহকারি কমিশনার (ভুমি) রাশেদুল ইসলাম জানান,এভাবে মাটি কাটার ফলে মাটির জৈব শক্তি কমে গিয়ে দীর্ঘ মেয়াদী ক্ষতির মুখে পড়ছে মানুষ। মিরসরাই উপজেলা প্রশাসন এ ধরনের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, কৃষি জমির টপ সয়েল বিক্রির ফলে জমির উর্বরতা হারাচ্ছে। আগামীতে খাদ্য ঘাটতিসহ পরিবেশ বিপর্যয়ের ফলে ফসলি জমি হুমকির মুখে পড়বে। এধরণের অপরাধ মূলক কাজে কখনো সামান্যতম ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়