শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়েন্দার জালে ধরা পড়ল মোবাইল টাওয়ার ব্যাটারির চোর চক্রের ৭জন

যশোর প্রতিনিধি : মোবাইল টাওয়ারের ব্যাটারীর আন্ত:জেলা চোর চক্রের মুলহোতাসহ ৭ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই ১শটি ব্যাটারি, ৪৯টি সার্কিট, ২২টি কুলিংফ্যান, চুরি কাজে ব্যবহৃত ১টি ডাবল কেবিন পিকআপ, ৩টি ভাঙ্গা তালা, তালা ভাঙ্গার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যশোর খুলনা ও সাতক্ষায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এছাড়া উপস্থিত ছিলেন ডিবি ওসি মারুফ আহমেদ, এস আই শামিম, এস আই সোলাইমান, এস আই অরুন, প্রমুখ।

আটককৃতরা হলো, যশোর শহরের বারান্দি মোল্যাপাড়া আমতলার হারেজ মৃধার ছেলে হারুন অন রশিদ মিঠু, সদর উপজেলার ঝুমঝুমপুরের খায়রুজ্জামানের ছেলে মেজবাহ উদ্দিন মিরাজ, শহরের বকচর র‌্যাব অফিস এলাকার মাহাবুব আলমের বাড়ির ভাড়াটিয়া ও ইউনুচ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান রিমু, সদর উপজেলার রাজারহাট সিতারামপুর গ্রামের আব্দুর রহিম মোল্যার ছেলে রাকিবুল ইসলাম রাকিব ওরফে চঞ্চল, একই উপজেলার রাজারহাট সীতারামপুর গ্রামের জামাল উদ্দিন মোল্যার ছেলে ও সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলসীডাঙ্গা গ্রামের দীন মোহম্মাদের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহিম মোল্যা (অসসরপ্রাপ্ত কারারক্ষী), সাতক্ষীরা কলারোয়া থানার রঘূনাথপুর মোড়ল পাড়ার ইউসুফ আলীর ছেলে নিজাম উদ্দিন, যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের হিরু মোল্যার ছেলে খায়রুল ইসলাম ।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আটককৃতরা অধিকাংশরাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তারা বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ারে কাজ করতেন। যার কারণে টাওয়ার থেকে ব্যাটারি চুরি করে তার থেকে শিসা বের করে ফের মোবাইল কোম্পানি অথবা ইজিবাইক কোম্পানিতে বিক্রি করার পদ্ধতি জানেন। মোবাইল কোম্পানিতে চাকুরি না থাকায় তারা চুরির কাজে নেমে পড়েছে। এ চক্রের ৭ জনকে আটক করা হলেও যশোর খুলনা ও সাতক্ষীরা এলাকায় আরো সদস্যের সন্ধ্যান মিলেছে। পুলিশ জানায়, ১২ জানুয়ারি যশোরের বাঘারপাড়া উপজেলার বল্লামুখ থেকে গ্রামীণফোন লি. কোম্পানির টাওয়ার থেকে অজ্ঞাতনামা চোরেরা ব্যাটারি চুরি করে নিয়ে যায়। ব্যাটারির আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। এ ঘটনায় ২২ জানুয়ারি বাঘারপাড়া থানায় মামলা হয়। ওই মামলাটি যশোর গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়