শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মার্সেইকে ৩-০ গো‌লে হারা‌লো লিভারপুল ◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিক ও নাহিদ  ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে না সরকার, বললেন পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট : চীনে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে না বাংলাদেশ সরকার। একইসঙ্গে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগে রবিবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে চীনে এবং চীন থেকে বাংলাদেশে ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় জানিয়েছিলেন তিনি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, চীনে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে না বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা উহানসহ চীনের সব জায়গায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া চীন সরকারের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে।’ সেখানকার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনও বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।’ মাসুদ বিন মোমেন বলেন, ‘উহানে অনেক দেশের নাগরিক রয়েছে। তাদের ফেরত নিতে অন্য দেশগুলোও চীনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। আমরাও যোগাযোগ করছি।’ চীনের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি আন্তঃমন্ত্রনালয় সভা আহ্বান করেছে। সেখানে বাংলাদেশের কর্মপরিকল্পনা বিশদভাবে আলোচনা হবে বলে জানান তিনি।

এদিকে চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ওইদেশ থেকে বাংলাদেশিদের ফেরত আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য।’ তিনি আরও লিখেছেন, ‘আমরা চীনা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়