ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা তালিকা তৈরিতে যাচাই বাছাইয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে । এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
রোববার দুপুরে জেলা শহরের স্থানীয় একটি হোটেলে তালিকা থেকে বাদপড়া মুক্তিযোদ্ধারা এই সংবাদ সম্মেলন আয়োজন করেন । লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার আমিনুল ইসলাম বুলু অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় পাঁচ-ছয় বছর বয়সী শিশুকে এখন মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে । তবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে যুদ্ধে অংশ নেয়নি এমনও ব্যক্তিকে রাখা হয়েছে এই তালিকায় ।
মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরে অংশ নেয়া দাবিকরা মুক্তিযোদ্ধা রবি ওরাঁর আক্ষেপ করে বলেন জীবনের শেষ সায়াহ্নে এসে আর কত পরীক্ষা দিলে মুই মুক্তিযোদ্ধা হুম (আমি মুক্তিযোদ্ধা হবো ?)। এই প্রশ্ন করে তিনি কান্নাঁ ভেঙ্গে পড়েন । তাঁর দাবি বেঁচে থাকা অবস্থায় অবহেলিত হচ্ছেন ।মারা গেলে কী মিলবে রাষ্ট্র সম্মান ? আবেগ জড়িত কণ্ঠে বলেন যারা অমুক্তিযোদ্ধা তাদেরই আজ জয়জয়কার । একই সুরে কথা বলেন বিনয় কুমার রায় । তিনি বলেন পরিমল কান্তি দাস , পরেশ সেন সহ নতুন তালিকায় যারা স্থান পেয়েছেন তাদের অনেকে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন কিনা এ নিয়ে সংশয় রয়েছে । সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিযার কর্মীরা উপস্থিত ছিলেন । সম্পাদনা : তন্নীমা আক্তার