শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তম কাজের জন্য পুরস্কার পেলেন ২৯ পুলিশ সদস্য

সুজন কৈরী: মাসিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা রেঞ্জের ২৯ জন অফিসার বা ফোর্সসহ ৩ জন চৌকিদারকে পুরস্কৃত করা হয়েছে।

রোববার রেঞ্জের সম্মেলন কক্ষে আয়োজিত গত বছরের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাদের পুরস্কৃত করেন।সভায় সভাপতিত্ব করেন রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

সভায় ডিসেম্বরে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার রিফাত রহমান শামীম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং রাজবাড়ী জেলার (সদর) সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামানকেরেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার দেয়া হয়।

এছাড়া সভায় ডিসেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনাসহ বিভিন্ন মামলা সংক্রান্তে দিক নির্দেশনা প্রদান করা হয়।

পর্যালোচনায় দেখা যায়, ডিসেম্বরে ঢাকা রেঞ্জে ২ হাজার ৪২৮ টি মামলা হয়েছে। যা গত বছরের নভেম্বর মাসের তুলনায় ২৪২টি মামলা কম এবং ২০১৮ সালের ডিসেম্বর মাসের তুলনায় ৯৩ টি মামলা বেশি। মাদকদ্রব্য উদ্ধার খাতে গত বছরের ডিসেম্বরে ১ হাজার ১১১ টি মামলা হয়েছে। যা গত বছরের নভেম্বর মাসের তুলনায় ১৩৪টি কম এবং ২০১৮ সালের ডিসেম্বর মাসের তুলনায় ১১০টি মামলা কম। অস্ত্র উদ্ধার খাতে আলোচ্য মাসে ১৪টি মামলা হয়েছে। যা গত নভেম্বরের তুলনায় ৮টি ও ২০১৮ সালের ডিসেম্বরের তুলনায় ৫টি কম।

গত ডিসেম্বরে আদালত থেকে ৮হাজার ১০২টি গ্রেফতারী পরোয়ানা প্রাপ্ত হয়ে ১২ হাজার ৬৬৮টি গ্রেফতারী পরোয়ানা তামিল অর্থ্যাৎ ৪ হাজার ৫৬৬টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি বের্শি হয়েছে।

ডিআইজি হাবিবুর রহমান গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জানান। সেইসঙ্গে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইনশৃক্সক্ষলা পরিস্থিতি বজায় রাখতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য রেঞ্জের সকল পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।

সভাপতির সম্মতিক্রমে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান সভার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ঢাকা রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) ও রেঞ্জাধীন ১৩টি জেলার পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের সকল পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়