শিরোনাম
◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে ◈ আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৫০% সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবিধানের কপি পাঠিয়েছে কংগ্রেস

সিরাজুল ইসলাম : রোববার একই সঙ্গে একটি চিরকুট পাঠানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া বিরোধী দলটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে- দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সাবেক পার্টি প্রধান রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র রাজঘাটে প্রতিবাদ কর্মসূচিতে প্রস্তাবনা পাঠ করছেন।

চিরকুটে বলা হয়, প্রিয় প্রধানমন্ত্রী, শিগগিরই সংবিধান আপনাকে স্পর্শ করবে। আপনি যখন জাতিকে বিভক্ত করার সময় পাচ্ছেন, দয়া করে এটা পড়ে দেখবেন। শুভেচ্ছান্তে কংগ্রেস।

একটি  স্নাপশর্ট্ও  পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংবিধানের একটি কপি একজনের হাতে তুলে নিচ্ছেন। মোদিকে পাঠানোর জন্যই এটি তার হাতে তুলে দেওয়া হয়।

আরেকটি টুইটে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে বুঝতে পারছে না। এ অনুচ্ছেদে বলা হয়েছে, ধর্মীয় মতবাদ, বর্ণ ও লিঙ্গ সমতার কথা। নাগরিকত্ব আইন করে সরকার সংবিধানের এ ধারা ভঙ্গ করেছে। সংবিধানে বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তি বৈষম্য থেকে সংবিধান দ্বারা সুরক্ষিত থাকবে। বৈষম্যের ওপর ভিত্তি করে আইনের খসড়া প্রণয়ন সংবিধানবিরোধী।

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী প্রজাতন্ত্র দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সোনিয়া গান্ধী এক বার্তায় জনগণকে সংবিধান রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান  জানিয়েছেন। বলেছেন, সংবিধানের বিরুদ্ধে গভীর ষড়য়ন্ত্র চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়