শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবিধানের কপি পাঠিয়েছে কংগ্রেস

সিরাজুল ইসলাম : রোববার একই সঙ্গে একটি চিরকুট পাঠানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া বিরোধী দলটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে- দলের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সাবেক পার্টি প্রধান রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র রাজঘাটে প্রতিবাদ কর্মসূচিতে প্রস্তাবনা পাঠ করছেন।

চিরকুটে বলা হয়, প্রিয় প্রধানমন্ত্রী, শিগগিরই সংবিধান আপনাকে স্পর্শ করবে। আপনি যখন জাতিকে বিভক্ত করার সময় পাচ্ছেন, দয়া করে এটা পড়ে দেখবেন। শুভেচ্ছান্তে কংগ্রেস।

একটি  স্নাপশর্ট্ও  পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংবিধানের একটি কপি একজনের হাতে তুলে নিচ্ছেন। মোদিকে পাঠানোর জন্যই এটি তার হাতে তুলে দেওয়া হয়।

আরেকটি টুইটে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে বুঝতে পারছে না। এ অনুচ্ছেদে বলা হয়েছে, ধর্মীয় মতবাদ, বর্ণ ও লিঙ্গ সমতার কথা। নাগরিকত্ব আইন করে সরকার সংবিধানের এ ধারা ভঙ্গ করেছে। সংবিধানে বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তি বৈষম্য থেকে সংবিধান দ্বারা সুরক্ষিত থাকবে। বৈষম্যের ওপর ভিত্তি করে আইনের খসড়া প্রণয়ন সংবিধানবিরোধী।

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী প্রজাতন্ত্র দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সোনিয়া গান্ধী এক বার্তায় জনগণকে সংবিধান রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান  জানিয়েছেন। বলেছেন, সংবিধানের বিরুদ্ধে গভীর ষড়য়ন্ত্র চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়