শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা

সানজীদা আক্তার : শনিবার রাতে সময় টিভিতে তিনি আরও বলেন, যেখানে পুলিশের গুলি করার ভয় নেই, গুম হবার ভয় নেই, গ্রেপ্তার হবার সম্ভাবনা কম, মামলা দায়ের হবার ভয় নেই, সেখানেই মানুষ বিএনপির পাশে গিয়ে দাঁড়াচ্ছে।

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ ১৪ বছর ধরে ক্ষমতায় আছে। যখন থেকে তারা ভোট ছাড়া ক্ষমতায় থাকা শুরু করলো, তখন তাদের মূলমন্ত্র হয়ে আসলো উন্নয়ন। তাদের স্লোগান আগে উন্নয়ন পরে গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গনতন্ত্র। অথাৎ গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন- সমস্ত কিছুকে একপাশে সরিয়ে রেখে তারা উন্নয়নকে সামনে রাখছেন।

সেই উন্নয়ন দুর্নীতির পারে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হতে পারে। মানবাধিকার লঙ্ঘনের নামে ধর্ষণের সেঞ্চুরী হতে পারে। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ধর্ষণ বেড়ে গেছে তিনগুন। এ ধরণের উন্নয়নে কোনও দিনই নজর ছিলোনা বিএনপির। বিএনপি সাধারণ মানুষের অধিকারকে বিশ্বাস করে। বিএনপি হচ্ছে সেই দল যে দলের হাত ধরে বহু দলীয় গণতন্ত্র এসেছে। মানুষকে ভোটের অধিকার দিয়েছে। বিচার বিভাগে স্বাধীনতা এসেছে। চারটি সংবাদপত্র থেকে বহু সংবাদপত্রে এসেছে।

রুমিন ফারহানা বলেন, কয়েক বছর ধরে ঢাকা উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগের মেয়র রয়েছেন। ডেঙ্গু মশায় মানুষ প্রাণ হারিয়েছে, জলাবদ্ধতায় কষ্ট পেয়েছে। রাস্তাঘাট, ফুটপাত হকারদের দখলে রয়েছে। এতেও মানুষ কষ্ট পেয়েছে। বায়ু দূষণের কারণে ঢাকা অবাসযোগ্য নগরীতে ১ নম্বরে গিয়ে দাঁড়িয়েছে।

নিরাপদ ঢাকার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলো, তা কয়েক বছরে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে তা মানুষ দেখেছে। সম্পাদনা : সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়