ইয়াসিন আরাফাত : ভারত জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তোলপাড় চলছে। এর মাঝেই জন্মসূত্রে পাকিস্তানি এই গায়ককে এই সম্মাননা দেয়ার ঘোষণা দিলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতে এই ঘোষণা দেয়। মোদি সরকার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে ভারতীয় নাগরিকত্ব পান আদনান সামি।
এর আগে বেশ কয়েকবার আদনান সামি পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলেছেন। বলেছেন, পাকিস্তান নিজেদের জীবন নিয়ে অবসাদে ভুগছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তিনি ক্ষমা করে দিতে চান তাদের। পাকিস্তানিদের ‘ভিকটিম’ বলেও উল্লেখ করেছেন তিনি।
ভারত সরকারের কাছে নাগরিকত্বের দাবি জানিয়েছিলেন আদনান সামি। এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা ভারত তোলপাড়, তখন এমন একজনকে পুরস্কারের জন্য বাছাই করার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করছে অনেকে।
আদনান সামি ২০০১ সাল থেকে ভারতে রয়েছেন। তাই ‘ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, ১৫৫’ অনুযায়ী এই নাগরিকত্ব পেয়েছেন তিনি। আবেদনে আদনান সামি জানিয়েছিলেন, তিনি অনেক আগেই পাক নাগরিকত্ব ছেড়েছেন এবং এ দেশেই রয়েছেন। তার নাগরিকত্বের বিষয়টি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও গুরুত্ব দিয়ে দেখে।