ইয়াসিন আরাফাত : তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত ২২ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে হতাহতদের পরিবার-পরিজনকে সমবেদনা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে শনিবার এক টেলিফোন সংলাপে জাওয়াদ জারিফ এই সমবেদনা জানান।এসময় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য যেকোনো সাহায্য দিতে ইরানের পক্ষ থেকে প্রস্তুতির কথা ঘোষণা করেন জারিফ।
ইরানের পক্ষ থেকে সমবেদনা জানানোর জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইরানের জনগণ এবং সরকারকে ধন্যবাদ জানান।
শুক্রবার রাতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্কের পূর্বাঞ্চলে। দেশটির হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, এ পর্যন্ত ২২ জন নিহত এবং ৭৭২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে- এখনো জন নিখোঁজ রয়েছেন।সম্পাদনা : মাজহারুল ইসলাম