শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেয়ায় একই পরিবারের ৬ জনকে কোপালো দুর্বৃত্তরা

ইসমাঈল হুসাইন ইমু: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করায় একই পরিবারের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভুগী আসাদুল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উত্তর সিটি করপোরেশনের নবগঠিত ৪২ নম্বর ওয়ার্ডের (বাড্ডার বেরাইদ) বাসিন্দা তারা। সিটি করপোরেশন নির্বাচনে একই ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারন সম্পাদক আইয়ূব আনসার মিন্টু ঘুড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। সততা ও যোগ্যতা বিবেচনা করে অসাদুলের পরিবার মিন্টুকে সমর্থন করে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। একে একে এলাকার অনেকেই মিন্টুর পক্ষ নিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।যা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী জাহাঙ্গীর আলম তার বাহিনী দিয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।সবশেষ গত ২২ জানুয়ারী রাত ১১ টার সময় জাহাঙ্গীর আলমের সমর্থক সহিবুর রহমান, ফয়সাল, বাদশা, কামাল, তাজ মোহাম্মদ ও নাদিমসহ একদল দুর্বৃত্ত পিস্তল, হকিস্টিক, রড, চাপাতি ও লাঠিসোটা নিয়ে তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। তাদের চাপাতি ও হকিস্টিকের আঘাতে আসাদুলের ৭৬ বছরের বৃদ্ধা দাদী ফাতেমা বেগম, চাচা মাসুদুর রহমান, আজিজুল হক, ফুফু রুবিনা বেগম, ভাই রিপনসহ ৬ জন গুরুতর আহত হন। এর মধ্যে দাদী, চাচা মাসুদ, ফুফু রুবিনা চাপাতির আঘাতে গুরুতর আহত হন। এছাড়া আসাদুলসহ অন্যদের পিটিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

এই ঘটনায় বাড্ডা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হলেও তার কোন সুফল পাচ্ছেন না। যার কারনে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন আসাদুলের পুরো পরিবার। তারা নিজেদের নিরাপত্তাসহ ৪২ নম্বর ওয়ার্ডে সুষ্ঠু ও নিরপেক্ষা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এব্যপারে জানতে চাইলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে জানান, জমি নিয়ে আসাদুলের চাচার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই সুত্রধরে তাদের পরিবারের মধ্যে হামলার ঘটনা ঘটে। যা রাজনৈতিক ভাবে আমাকে হেয় করতে তাদের পারিবারিক বিষয়টি আমার উপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে। এর সাথে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়