স্পোর্টস ডেস্ক : একের পর এক তীর্যক মন্তব্য করা পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক এবার সরাসরি কোহলিকে আক্রমণ করলেন। তার চেয়ে ঢের ভালো ব্যাটসম্যান পাকিস্তানে পড়ে আছে। এর আগে বুমরাহকে নিম্নমানের বোলার এবং হার্দিককে প্রশিক্ষণ দিয়ে এক নাম্বার বানাতে চেয়েছিলেন রাজ্জাক। এবার কোহলির ব্যাটিং নিয়ে বললেন এমন সাধারণ কথা। যার ফলে ইন্টারনেট জগতে শুরু হয়েছে হইচই।
পাকিস্তানি ক্রীড়াবিষয়ক সাইট পাকপ্যাসন ডট নেটকে দেয়া এক সাক্ষাৎকারে রাজ্জাক বলেন, কোহলি নিঃসন্দেহে ভাল ব্যাটসম্যান। তবে পাকিস্তানে এমন অনেক ব্যাটসম্যান আছে যারা ওর চেয়ে বহুগুণে এগিয়ে। বিরাট কোহলির থেকে ভাল ব্যাটসম্যান পাকিস্তানে পড়ে আছে।
কিন্তু কেন পাকিস্তান দলে তাদেরকে সুযোগ দেয়া হয় না, জানতে চাইলে রাজ্জাক বলেন, বিসিসিআই যেভাবে কোহলিকে সমর্থন জোগায়, পিসিবি পাকিস্তানের কোনও ক্রিকেটারকে তেমন সাপোর্ট করে না। যে কোনও ক্রিকেটারের ভালো কিছু করে দেখানোর জন্য বোর্ডের সমর্থন খুব জরুরি।কোহলি এক্ষেত্রে ভাগ্যবান বলে আমার মনে হয়। বোর্ডের অনুপ্রেরণার প্রতিদান কোহলি তার পারফরম্যান্স দিয়ে ফিরিয়ে দিচ্ছে। পাকিস্তানের নির্বাচন পদ্ধতিতে গলদ রয়েছে। ভাল ক্রিকেটাররা এখানে অবহেলার শিকার হয়।
এখানেই থেমে থাকেননি রাজ্জাক। আইপিএল এর থেকে পাকিস্তান সুপার লিগ অনেক বেশি প্রতিযোগিতামূলক ও জনপ্রিয় বলেও দাবি করেছেন তিনি। যদিও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।