সানজীদা আক্তার : বৃহস্পতিবার রাতে (২৩ জানুয়ারি) সীমান্ত স্কয়ার মিলনায়তনের এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি আরো বলেন,তাপসকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলেননি।যিনি দেশকে ও নগরকে ভালোবাসেন তিনি নি:সন্দেহে একজন ভালো নাগরিক। তাপস প্রমাণ দিয়েছেন তিনি একজন দেশের সেবক। আমরা আশা করি তিনি নির্বাচনে জয়ী হয়ে আমাদের দেশের জন্য অনেক কিছু করবেন।
উত্তর ঢাকার চেয়ে দক্ষিণ ঢাকা এখনো অনেক নিম্ন অবস্থায় আছে।এখনো সেখানে গেলে দেখা যাবে যে, একতলা লাল ইটের বাড়ি, খোলা মাঠ সেখানে অনেক রকম খেলা হয়। তো আমরা আশা করি দক্ষিণের অহংকার হবেন তাপস। সম্পাদনা : বাচ্চু