শিরোনাম
◈ জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ◈ নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ ◈ নির্বাচনী সমীকরণে সতর্ক বিএনপি, রাখছে বিকল্প প্রার্থী ◈ মাকে দেখতে রাতে এভারকেয়ারে তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন করবেন না, তাহলে কেন পদত্যাগ করেছিলেন মাহফুজ আলম? ◈ প্রটোকল ছাড়াই ঢাকা সফরে শীর্ষ তালেবান নেতা, ব্যাপক সমালোচনা ◈ বাংলাদেশে হাত দিলে টুকরো টুকরো হবে ভারত: ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর বিশ্লেষণ (ভিডিও) ◈ পিঠা বিক্রেতা দম্পতির নামে আয়কর রিটার্নের চিঠি, রহস্য কী? (ভিডিও) ◈ শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক ◈ রিপন মন্ডলের ঝড়েই ধসে গেল নোয়াখালী, রাজশাহীর সহজ জয়

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবার ভোটেও বিএনপি জয় পাবে না

আমাদের সময় : শতকরা ১০০ জন ভোট দিলেও বিএনপি জয় পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সব ভোটারও যদি বিএনপিকে ভোট দেয় তা হলেও ইভিএম তাদের জিততে দেবে না। গতকাল জাতীয় প্রেসক্লাবে যুব জাগপা আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘চলমান ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অনেকেই বলেন, আওয়ামী লীগ নাকি একটা ছেড়ে দেবে। কে বলেছে একটা ছেড়ে দেবে? কীভাবে বোঝেন একটা ছেড়ে দেবে? ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ জেতার জন্য, ক্ষমতায় থাকার জন্য ডাকাতি করেছে। এবার ডাকাতি করা যাচ্ছে না। কারণ, দেশের জনগণ জানে, মিডিয়া জানে, সারা বিশ্ব জানে তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। এবার ডাকাতি করতে পারছে না এ কারণে যে, আরও বড় বদনামের মুখোমুখি হতে হবে এবং তাদের ক্ষমতা ছাড়ার ঝুঁকিটা বাড়তে পারে। এ কারণে এবার মেশিন আমদানি করা হয়েছে। এ মেশিন জাদুর মেশিনের মতো।’

তিনি বলেন, ‘প্রথম যখন ইভিএম চালুর কথা বলেছে তখনো বলেছি, এখনো বলছি। এ মেশিন তো মানুষই বানায়। মানুষ বানায় তার উপকারের জন্য। না বোঝার কী আছে। আমরা রুমে একটা ফ্যান লাগাই বাতাস পাওয়ার জন্য, আরাম পাওয়ার জন্য, তেমনই ইভিএম যেমন করে বানিয়েছে সেভাবে আমার কমান্ড শুনবে। আপনি যতই ধানের শীষে ভোট দেন না কেন, আমি যদি ভেতরে কমান্ড দিয়ে রাখি যে, তিনটা টিপ দিলে দুটি নৌকায় যাবে আর একটা ধানের শীষে যাবে, আপনার কিছু করার নেই। কোনো প্রমাণ নেই আপনি কোথায় ভোট দিলেন।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘ইভিএমে ভোট দিলেন। আপনি কোথায় ভোট দিলেন। আপনার কাছে কোনো প্রমাণ নেই। কোনো মামলা করতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না। এত বড় জালিয়াতি এ সরকার করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়