শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাল দখলমুক্ত করে নান্দনিক পার্ক গড়ে তুলব, ঐতিহ্যের ঢাকাকে পুনরুজ্জীবিত করব, বললেন ফজলে নূর তাপস

আবুল বাশার নূরু : শুক্রবার দুপুরে ৪০ নম্বর ওয়ার্ড গেন্ডারিয়া এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব খাল দখল করে রাখা হয়েছে সেগুলো দখলমুক্ত করে নান্দনিক পার্ক হিসেবে গড়ে তোলা হবে বলে। সুন্দর ঢাকা গড়তে যেসব রূপরেখা নেওয়া হয়েছে তার আওতায় জলাবদ্ধতা নিরসন করা হবে। ঢাকার পুরনো খালগুলো দখল করে রাখা হয়েছে। সেগুলো উদ্ধারে ওয়াসা বা পানি উন্নয়ন বোর্ড থেকে এখন পর্যন্ত দখলমুক্ত করা হয়নি। আমরা দায়িত্ব নিয়ে সেগুলো দখলমুক্ত করে খালগুলো নান্দনিক পার্ক হিসেবে গড়ে তুলব। যাতে ঢাকাবাসী নান্দনিক সুযোগ সুবিধা পায়।

তিনি বলেন, আশা করি সুন্দর ঢাকা গড়ার প্রতিফলন হিসেবে আগামি ১ ফেব্রুয়ারি ঢাকাবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র পদে আমাকে জয়ী করে সেবা করার সুযোগ দেবেন। আমরা ঢাকার উন্নয়নে দীর্ঘ মেয়াদী ৩০ বছর পরিকল্পনা নেব। সচল ঢাকা এবং ২০৪১ সালে সুন্দর ঢাকা গড়ার লক্ষ্যে আমাকে জয়যুক্ত করুন।

তাপস আরও বলেন, আমরা ঐতিহ্যের ঢাকাকে পুনরুজ্জীবিত করব। তার সংস্কৃতি বজায় রেখে পুনরুজ্জীবিত করব। আমাদের ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো আছে সেগুলো সংরক্ষণে অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করব। তাহলে বিশ্ববাসী এটাকে পর্যটন হিসেবে নেবে।

এ সময় তিনি কাউন্সিলর প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তাপসের সংযোগে উপস্থিত ছিলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ মান্নাফিসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়