শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাল দখলমুক্ত করে নান্দনিক পার্ক গড়ে তুলব, ঐতিহ্যের ঢাকাকে পুনরুজ্জীবিত করব, বললেন ফজলে নূর তাপস

আবুল বাশার নূরু : শুক্রবার দুপুরে ৪০ নম্বর ওয়ার্ড গেন্ডারিয়া এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব খাল দখল করে রাখা হয়েছে সেগুলো দখলমুক্ত করে নান্দনিক পার্ক হিসেবে গড়ে তোলা হবে বলে। সুন্দর ঢাকা গড়তে যেসব রূপরেখা নেওয়া হয়েছে তার আওতায় জলাবদ্ধতা নিরসন করা হবে। ঢাকার পুরনো খালগুলো দখল করে রাখা হয়েছে। সেগুলো উদ্ধারে ওয়াসা বা পানি উন্নয়ন বোর্ড থেকে এখন পর্যন্ত দখলমুক্ত করা হয়নি। আমরা দায়িত্ব নিয়ে সেগুলো দখলমুক্ত করে খালগুলো নান্দনিক পার্ক হিসেবে গড়ে তুলব। যাতে ঢাকাবাসী নান্দনিক সুযোগ সুবিধা পায়।

তিনি বলেন, আশা করি সুন্দর ঢাকা গড়ার প্রতিফলন হিসেবে আগামি ১ ফেব্রুয়ারি ঢাকাবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র পদে আমাকে জয়ী করে সেবা করার সুযোগ দেবেন। আমরা ঢাকার উন্নয়নে দীর্ঘ মেয়াদী ৩০ বছর পরিকল্পনা নেব। সচল ঢাকা এবং ২০৪১ সালে সুন্দর ঢাকা গড়ার লক্ষ্যে আমাকে জয়যুক্ত করুন।

তাপস আরও বলেন, আমরা ঐতিহ্যের ঢাকাকে পুনরুজ্জীবিত করব। তার সংস্কৃতি বজায় রেখে পুনরুজ্জীবিত করব। আমাদের ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো আছে সেগুলো সংরক্ষণে অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করব। তাহলে বিশ্ববাসী এটাকে পর্যটন হিসেবে নেবে।

এ সময় তিনি কাউন্সিলর প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তাপসের সংযোগে উপস্থিত ছিলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ মান্নাফিসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়