রাশিদ রিয়াজ : ইরাকের রাজধানী বাগদাদে শুক্রবার মার্কিন বিরোধী কোটি মানুষের নজিরবিহীন বিক্ষোভ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নারী পুরুষের পাশাপাশি শিশুদের হাতেও প্লাকার্ড দেখা যায় যারা এ প্রতিবাদে অংশ নেয়। ক্রাচে ভর করে মার্কিন বিরোধী বিক্ষোভ শোভাযাত্রায় যোগ দিয়েছেন কেউ কেউ। ইরাকের মার্কিন বিরোধী বিক্ষোভ শোভাযাত্রার ডাক দিয়েছেন দেশটির প্রধান প্রধান গোত্র-প্রধানরা। সম্মত ভাবে সমর্থন দিয়েছেন ইরাকের শিয়া ও সুন্নি ধর্মীয় নেতৃবৃন্দ এবং সব প্রধান রাজনৈতিক দল।