শিরোনাম
◈ রা‌শিয়া থে‌কে তেল আমদা‌নী বন্ধ কর‌বে না ভারত,  ট্রাম্পের দা‌বি অস্বীকার মো‌দির, কোন পথে কূটনীতি? ◈ সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত হচ্ছে ‘সাভার সিটি কর্পোরেশন’ ◈ বিএনপি নাকি জামায়াত - কোন দ‌লের নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি? ◈ আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন, সর্বশেষ যা জানা গেল (ভিডিও) ◈ চ্যাম্পিয়নস লিগে ৬-১ গো‌লে জিত‌লো বার্সেলোনা, লো‌পে‌সের হ‌্যাট‌ট্রিক  ◈ চ‌্যা‌ম্পিয়নস লি‌গে লেভারকুসেনের জালে পিএসজির ৭‌ গোল ◈ ক্যাচ মিস আর আর সুপার ওভা‌রে বাউন্ডারী মার‌তে না পারায় হে‌রে‌ছি: মিরাজ ◈ সুপার ওভা‌রে রিশাদ হো‌সেন‌কে না দেখে অবাক হ‌লেন আকিল ◈ বিএনপির ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত, অনেককে দেয়া হলো গ্রীন সিগনাল ◈ এশিয়া কাপের ট্রফি চেয়ে পি‌সি‌বির চেয়ারম‌্যান নাকভিকে মেইল পাঠাল ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়নগঞ্জ বন্দরের ব্রহ্মপুত্র নদে জাহাজের নিচে পড়া ২ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

হ্যাপি আক্তার : শুক্রবার (২৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের বন্দরে একটি ডকইয়ার্ডে নির্মাণ করা জাহাজ পানিতে নামানোর সময় হুইলওয়্যারের তার ছিঁড়ে জাহাজের নিচে চাপা পড়া ২ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চ্যানেল ২৪

বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দরের বিবিজোড়া এলাকার স্নেহা শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি বেসরকারি ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছিলেন আরও ৪ জন।বড় ধরনের ক্রেনের ব্যবস্থা না থাকায় লাশ দুটি উদ্ধার করা সম্ভব হচ্ছিলো না।

নিহতরা হলেন- ইয়া রাসুল (২৩) ও রাসেল (৩২)। নিহত ইয়া রাসুল মেঘনার ঝাউচর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে, রাসেলের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।

সম্প্রতি এ ডকইয়ার্ডে একটি জাহাজ নির্মাণ করা হয়। নির্মাণ শেষে জাহাজটি বৃহস্পতিবার সন্ধ্যার একটু আগে স্লিপওয়ে দিয়ে পানিতে ভাসানোর সময় স্লিপওয়ে ঢেবে গিয়ে দুই শ্রমিক মারা যান। নিহত শ্রমিকদ্বয়ের লাশ জাহাজের নিচে চাপা পড়ে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শেষে নদীতে ভাসানোর সময় জাহাজটি স্লিপওয়ের বালুতে আটকে যায়। রাসেল ও ইয়া রাসুলসহ ৬ শ্রমিক বালু অপসারণের জন্য জাহাজের তলদেশে যায়। এ সময় হুইল ওয়্যারের তার ছিঁড়ে গেলে জাহাজটি বসে যায় এবং রাসেল ও ইয়া রাসুলসহ ৬ শ্রমিক জাহাজের নিচে চাপা পড়েন।

৪ শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হলেও রাসেল ও ইয়া রাসুলকে উদ্ধার করা সম্ভব হয়নি। তারা দুজন জাহাজের নিচে চাপা পড়ে মারা জান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়