লাইজুল ইসলাম : সকালে (২৪ জানুয়ারি) রাজধানীর পলাশী ও নিউমার্কেট ঘুরে দেখা গেছে শীতকালীন সবজির দাম একেবারেই হাতের নাগালের মধ্যে। তবে লাউয়ের দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন দোকনিরা।
প্রকার ভেদে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৩০-৭০ টাকা করে। তবে ভালো লাউ পেতে হলে ৮০ টাকাও গুনতে হতে পারে। বাঁধা কপি ২০-৩০, ফুল কপি ২৫-৩৫, কুমড়া ৬০-১২০, কচু ৫০-৭০ টাকা করে বিক্রি হচ্ছে।
কাঁচা সবজি, সিম ২০-৩০, কাঁচা মরিচ ৪০-৫০, টমেটু ৩০-৬০, প্রকার ও আকার ভেদে বেগুন ৩০-৫০, গাজর ২৫-৩৫, মুলা ২০-৩৫, আলু ২৫-৩০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।
লাল শাক প্রতি আটি ৫-৮, ডাটা ২০-২৫, লাউ ১৫-২০, পালং ৫-১০, পুই শাক ১০-১৫ টাকা করে বিক্রি হচ্ছে।
পলাশী বাজারে সপ্তাহের কেনাকাটা করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, বাজারে সবুজ সবজির ছড়াছড়ি। এটা আমাদের সবার জন্যই স্বস্তির যে দাম কম। তবে তেলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়া কারসাজির অংশ।
নিউমার্কেটে বাজার করতে আসা ব্যবসায়ী সাহেদ খান বলেন, তেলের দাম ব্যবসায়ীরা ইচ্ছা করেই বাড়িয়েছে। এতে বোঝা যায় সরকারের এদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই।
দোকানীরা বলছেন, খোলা তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধি কোনো ভাবেই কাম্য না। মোকামে বাড়িয়ে দিলে আমাদের কিছু করার থাকে না। এছাড়া, প্রত্যেকটি বোতলজাত তেলের কেজি প্রতি ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহেও ২০ টাকা পর্যন্ত বেড়েছিলো। তা এসপ্তাহে ২৫ টাকায় দাড়িয়েছে।