রাশিদ রিয়াজ : রুশ বার্তা সংস্থা আরটি’কে ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে জানান, আমি যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণপত্র পেয়েছি। আমি কি যাব? না। নিজেই প্রশ্ন করে এমন উত্তর দেন দুতার্তে। তিনি বলেন যুক্তরাষ্ট্র সফরের কোনো পরিকল্পনা নেই। আসিয়ান জোটের সংঘে যুক্তরাষ্ট্রের বৈঠক উপলক্ষে যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ এবারই প্রথম নাকচ করেননি দুতার্তে, এর আগেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথার সংঘাতের জের ধরে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট।
সাক্ষাতকারে দুতার্তে বলেন, সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা আমার সম্পর্কে কটূক্তি করার আগে বিষয়টি জাতিসংঘে তুলতে পারতেন। আমিও সার্বভৌম একটি দেশের প্রেসিডেন্ট। ফিলিপাইনে মাদক অভিযানে বিচারবহির্ভুত হত্যার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমালোচনা করা হয়। এতে দুতার্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন। এবং ওবামা প্রসঙ্গে মন্তব্য করেন, তিনি নরকে যেতে পারেন।
আগামী মার্চে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে যুক্তরাষ্ট্র ও আসিয়ান নেতাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বৈঠকে অর্থনৈতিক ইস্যু ছাড়াও দক্ষিণ চীন সাগর ব্যবহার নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।