সুজন কৈরী : বৃহস্পতিবার রাজধানীর চারুকারুকলা ইন্সটিটিউটে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ফটোগ্রাফি এক্সিবিশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।
এ সময় সীমান্তে হত্যার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যার বিষয়ে দু’দেশের সাথে আলাপ করে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।