শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার, বললেন শ.ম. রেজাউল করিম

আসাদুজ্জামান সম্রাট, স্বরূপকাঠি (পিরোজপুর) থেকে: গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে শেখ হাসিনার সরকার ভুর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ বিতরণ করছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারনে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে সয়ংসম্পুর্ণ।

বৃহসপতিবার (২৩ জানুয়ারি) সকালে স্বরূপকাঠি উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে প্রনোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, কৃষক বাঁচলে দেশ বাছবে, এ চিন্তা থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পানির সেচ সুবিধার জন্য বোরো মৌসুমে ডিজেল ক্রয়ের টাকা প্রদানসহ নানা ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। একজন কৃষক দশ টাকায় ব্যাংকে একাউন্ড খোলার সুযোগ পেয়েছেন। সরকারের এত কিছু করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা কম খরচে ফসল উৎপাদন করতে পারেন এবং এ দেশ খাদ্যে সয়ংসম্পুর্নতা অর্জন করে। অথচ বিএনপি সরকারের সময় সেচ সুবিধার জন্য বিদ্যুৎ চাইতে গিয়ে চাপাইনবাবগঞ্জের কানশার্টে এবং সারের দাবীতে আন্দোলন করতে গিয়ে দিনাজপুরে কৃষকরা গুলিবিদ্ধ হন বলে মন্ত্রী কৃষকদের স্মরণ করিয়ে দেন । মন্ত্রী বলেন,আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক পরিবারের সন্তান ছিলেন। কৃষকদের প্রতি বঙ্গবন্ধুর অপরিশীম দরদ ছিল বলেই তার সরকারের সময় বিএডিসির মাধ্যমে কৃষকদের মাঝে সাহায্য প্রদানের কর্মসুচী গ্রহন করেছিলেন । বঙ্গবন্ধুর পথ অনুসরণ করেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকসহ এদেশের আপামর মানুষের জীবন মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্য উৎপাদনে সয়ংসম্পুর্নতা অর্জনসহ দেশের অভূতপূর্ব উন্নয়ন গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। স্বরূপকাঠি উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপুর্ব ভট্রাচার্য্য।

এরপর মন্ত্রী শ.ম. রেজাউল করিম দুপুরে আকলম মুসলীম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকেই প্রতি বছরের প্রথম দিন অর্থৎ ১ জানুয়ারী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের সঠিক শিক্ষার পাশাপাশি ক্রীড়ার বিকল্প নাই। খেলাধুলায় ছাত্র য়ুবদের অংশগ্রহন থাকলে মাদক, ইভটিজিং থেকে জাতি মুক্ত থাকবে। উন্নত হবে দেশের আইন শৃঙ্খলা। আসুন আমরা সবাই মিলে স্বরূপকাঠি, নাজিরপুর ও পিরোজপুরকে একটি আদর্শ এলাকায় পরিনত করি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আবুল বাশার মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম, উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়