শিরোনাম
◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণজোয়ার দেখে প্র‌তিপক্ষরা হামলা করছে, বললেন তাবিথ আউয়াল

শাহানুজ্জামান টিটু : ঢাকা উত্তর সি‌টি করপোরশ‌নের ৫৪টি ওয়ার্ডে প্রায় ৩২৫ কিলোমিটা‌রের বে‌শি পথ হেটে গণসং‌যোগে ব্যাপক সাড়া পে‌য়ে‌ছি বলে জা‌নিয়েছেন ঢাকা উত্তর সি‌টি করপোরশ‌নের বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

বৃহস্প‌তিবার (২৩ জানুয়ারি) রায়ের বাজার প্রেম তলা এলাকা থেকে গণসং‌যোগ শুরুর আগে পথ সভায় তি‌নি এ কথা বলেন।

তাবিথ বলেন, সরকার দলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে, জনগণকে ভোটের মাধ্যমে এর জবাব দেয়ার আহ্বান জানান। জনগণের স্বতস্ফুর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নিবেন। আমরা নির্বাচন ক‌মিশ‌নের আশ্বাসনয় দৃশ্যমান পদক্ষেপ দেখ‌তে চাই।

ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সাবেক ভি‌সি এমাজ উ‌দ্দিন আহমেদ ব‌লেন, এ ধানের শীষ খালেদা জিয়া, তারেক রহমানের ধানের শীষ, জনগণের ধানের শীষ। আপনারা তা‌বিথ আউয়ালকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। তরুন প্রজন্মের প্র‌তি আহ্বান জা‌নিয়ে তি‌নি বলেন, এখন তোমাদের সময়। তোমরা তোমাদের যোগ্য নেতাকে বেছে নিবে। তা‌বিথ ধানের শীষের যোগ্য প্রার্থী।

‌তি‌নি আরো ব‌লেন, আমরা যে জন্য দেশ স্বাধীন করে‌ছি তা এখন হা‌রি‌য়ে গেছে। কথা বলার অ‌ধিকার নেই। স্বাধীন ভাবে চলাচলের অ‌ধিকার নেই। কথা বলার অ‌ধিকার‌ আদায় করতে হ‌বে।‌ আর আদায় করতে হলে আমার সন্তানতুল্ল তা‌বিথ আউয়াল আমাদের যে দা‌য়িত্ব নিয়ে‌ছে। এই দা‌য়িত্ব পাল‌ন করতে পারে তার জন্য ভোটারদের‌ সুযোগ দিতে হবে।ধানের শীষ বিজয় হলে বেগম খালেদা জিয়ার মু‌ক্তির পথ তরা‌ন্বিত হবে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় উপ‌স্থিত ছিলেন, ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের সাবেক ভি‌সি এমাজ উ‌দ্দিন আহমেদ, বিএন‌পি চেয়ারপারসনের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, ৩৪ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মো. মাসুম খান রাজেশ, ৩২নং ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী আব্দুল ম‌তিন, যুবদলের সভাপ‌তি সাইফুল আলম নীরব, যুবদল উত্তরের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহযো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়