শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ভাইরাস আক্রান্ত শহর উহানে সব গণপরিবহন বন্ধ ঘোষণা, বাসিন্দাদের শহর না ছাড়ার পরামর্শ

সালেহ্ বিপ্লব : চীনের সবচেয়ে বড়ো উৎসব চান্দ্র নববর্ষের আর মাত্র ১ দিন বাকি। অন্যান্য বছরের মতো এবারও দেশটির কোটি কোটি মানুষ ছুটি কাটাতে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন। কিন্তু উহান শহরে উৎসবের আমেজ নেই লেশমাত্র, ৯০ লাখ মানুষের সামনে মৃত্যুর বিভীষিকা। করোনা ভাইরাসের ভর করে আসা মৃত্যুর ছায়া স্তব্ধ করে দিয়েছে উহার শহরের স্বাভাবিক প্রাণচাঞ্চল্য। বিবিসি

রহস্যময় ভাইরাসে এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রেও একজন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

গত সপ্তাহে কয়েক শ মানুষ আক্রান্ত হওয়ার পর উচ্চ সতর্কতা জারি করা হয় উহানে। বুধবার সেখানে ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করা হয়। ঘর থেকে বের না না হতে শহরবাসীকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিভাগ। একান্ত প্রয়োজনে বের হলেও মাস্ক পরে বের হওয়ার নির্দেশনা ছিলো।

এদিকে ভাইরাস আক্রান্ত উহানের মানুষ শহর থেকে বের হলে সংক্রমণ ছড়িয়ে পড়বে, এই আশংকা থেকে বৃহস্পতিবার বন্ধ করে দেয়া হয়েছে সব এয়ারপোর্ট ও রেলওয়ে স্টেশন। সেখানকার সময় সকাল ১০টা থেকে বন্ধ থাকবে বাস, সাবওয়ে, ফেরি ও দূরপাল্লার যানবাহন।

নগরীর বাসিন্দাদের জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। পারতপক্ষে জমায়েত না হওয়ারও নির্দেশনা রয়েছে। বাতিল করা হয়েছে নববর্ষের সব কর্মসূচী।

নতুন এই ভাইরাসটি ২০১৯-এনসিওভি নামে পরিচিতি পাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এটি করোনা ভাইরাসের নতুনতম প্রজাতি। এই ভাইরাস মূলত মানুষের শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়। সাধারণভাবে হাঁচি ও কাশির মাধ্যমে এই রোগ ছড়ায়। যে কারণে ভাইরাসজনিত রোগটি মহামারিতে পরিণত হওয়ার আশংকা প্রবল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়