সাইফুর রহমান : মার্কিন পররাষ্ট্রনীতির কট্টর সমালোচক, প্রবীণ ভাষাবিদ ও লেখক মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। কয়েকদিন আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, নাৎসি যুগের দিকে পা বাড়ানো জার্মানির সঙ্গে ভারতের খুব মিল দেখা যাচ্ছে। আনন্দবাজার
চমস্কি বলেন, ভারতসহ গোটা পৃথিবীতেই অতি দক্ষিণপন্থার বিস্তার দেখা যাচ্ছে। এর পেছনে প্রত্যেক দেশের নিজস্ব ইতিহাস যেমন দায়ী, তেমনি অর্থনীতির অসাম্যও এর বড় একটা কারণ।
তিনি বলেন, যে হারে অল্প কয়েক জনের হাতে সম্পদ কুক্ষিগত হচ্ছে তাতে জনসংখ্যার বিরাট বঞ্চিত অংশের মধ্যে জমছে ক্ষোভ ও হতাশা। আমেরিকায় ট্রাম্প, ব্রাজিলে বলসোনারো, ভারতে মোদীর মতো নেতারা সেটাই কাজে লাগিয়ে শরণার্থী আর সংখ্যালঘুদের শত্রু বলেই বিবেচনা করছেন বলেও মনে করেন তিনি। সম্পাদনা : তন্নীমা আক্তার