শিরোনাম
◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের জীবনমান উন্নয়নে ব্যাতিক্রমী উদ্যোগ

আসাদুজ্জামান সম্রাট : পড়াশোনার পাশাপাশি জীবনমান উন্নয়নের শিক্ষা। সঙ্গে একবেলার খাবারও দেয়া হচ্ছে সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের। ফলে উপস্থিতিও প্রায় শতভাগ। এর ফলে এভারগ্রীণ জুম বাংলাদেশ ফাউন্ডেশনের এই উদ্যোগী উপকারভোগী চার শতাধিক শিশু নতুন জীবনের স্বপ্ন দেখছে।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মো. খালেদ হোসেন জানিয়েছেন, ঢাকায় চারটি ও গাইবান্ধায় একটি স্কুল পরিচালনা করা হচ্ছে সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের জন্য।

মঙ্গলবার ঢাকার হাইকোর্ট শাখার শিশুদের পুরষ্কার ও বই বিতরন করা হয়।এই শাখার ৩০ জনই শিশুর মধ্যে সবাই পথশিশু । সচিবালয়, কার্জনহল, দোয়েল চত্বর, টিএসসি এলাকায় ফুল, চা বিক্রি করে।

মূলত এদের নিজের নাম, ঠিকানা লেখা, বানান করে পড়তে শেখা, আদব কায়দা শিক্ষা দেয়া হয়। হাইকোর্টের দক্ষিণ গেটে ফুটপাথে খোলা আকাশের নীচে ক্লাশ চলে। লেখাপড়ার প্রতি এই শিশুদের প্রবল আগ্রহ রয়েছে। ক্লাশ শেষে পুষ্টিকর খাবার দেয়া হয়, যা তাদের স্কুলে আসতে উৎসাহিত করে।

মঙ্গলবারের পুরস্কার ও বই বিতরণ অনুষ্ঠানে অংশ নেন গণপূর্ত অধিদপ্তরের সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম সোহরাওয়ার্দী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহীদ উদ্দিন।

এছাড়া জুম বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন সেলিম, প্রধান উপদেষ্টা মো. খালেদ হোসেন, জেরিন সুলতানা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস টি শাহিন প্রধান ছাড়াও সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

মো. খালেদ হোসেন জানান, আমাদের এই কার্যক্রম সম্পুর্ন সেবামূলক। সবার সহযোগিতায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়