শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু গোল্ডকাপের দূত হিসেবে ঢাকায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপ তারকা জুলিও সিজার

আক্তারুজ্জামান : ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসর। আন্তর্জাতিক এ আসরের দূত হিসেবে একজন কিংবদন্তী ফুটবলারকে আনবে আনবে করছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারই প্রতিশ্রুতি হিসেবে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের বিশ্বকাপ খেলা গোলরক্ষক জুলিও সিজার।

বুধবার বিকেল ৫টায় ঢাকায় পা রাখেন ব্রাজিলের হয়ে দুটি ফিফা কনফেডারেশন্স কাপ ও একটি কোপা আমেরিকা জেতা সিজার। প্রথমবারের মতো বাংলাদেশে এসে বেশ ভালো লাগছে বলে জানান ক্লাব ক্যারিয়ারে ফ্লামেঙ্গো, ইন্টার মিলান ও বেনফিকার গোলপোস্ট আগলানো এই গোলরক্ষক।`এই প্রথম বাংলাদেশে এলাম। এখানকার ফুটবল সম্পর্কে আমি বেশি কিছু জানি না। তবে এখানে এসেছি...এখানকার ফুটবল সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এখানে আসতে পেরে আমি আসলেই খুশি। ফিফা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য।’

বাংলাদেশের অনেক সমর্থকই ব্রাজিলিয়ান ফুটবলের ভক্ত শুনে খুশি ক্লাব ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, প্রিমেরা লিগের ট্রফি, ক্লাব ওয়ার্ল্ড কাপসহ অসংখ্য শিরোপা জেতা সিজার।

“ব্রাজিল ফুটবলের অন্যতম পরাশক্তি। আমাদের অনেক আইডল আছে, যেমন, রোনালদিনিয়ো, নেইমার, কাকা….বিশ্বের অনেক মানুষ যে আমাদের সমর্থন করবে এটা স্বাভাবিক।”

আগামীকাল সাড়ে ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন সিজার। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ-বুরুন্ডির সেমি-ফাইনালও দেখবেন বলে বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়