শিরোনাম

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশীট অনুমোদন দুদকের

রাজু আলাউদ্দিন : ব্যাংকের ফেনী শাখার সাত কোটি পাঁচ লাখ ৬৯ হাজার টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির দুই কর্মকর্তাসহ ৩জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশনের সভায় অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়। শীঘ্রই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ শাখা।

অভিযোগপত্রে দেয়া আসামিরা হচ্ছেন ঢাকা ব্যাংক ফেনী শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও ক্রেডিট ইনচার্জ গোলাম সাঈদ রাশেব, সাবেক ক্যাশ ইনচার্জ আব্দুস সামাদ ও ফেনীর ছাগলনাইয়া থানার দক্ষিণ বল্লভপুরের বাসিন্দা আজিম খন্দকার। দুদক জানায়, এ বিষয়ে ২০১৭ সালের ১৯ মার্চ ফেনী থানায় দায়ের হওয়া মামলার নম্বর-৩৩। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

অনুমোদিত অভিযোগপত্রে বলা হয়, আসামি গোলাম সাঈদ সাত বছর নয় মাস ঢাকা ব্যাংকের ফেনী শাখায় কর্মরত ছিলেন। এ সময়ে তিনি গ্রাহকদের বিশ্বাস অর্জন করেন। ব্যাংকের ক্রেডিট ইনচার্জ ও এলসি খোলার দায়িত্বে থাকায় গ্রাহকদের বিভিন্ন কাগজপত্র তৈরি ও সংরক্ষণের দায়িত্বও ছিল তার। ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময়ে প্রচলিত রীতি অনুযায়ী বিভিন্ন ঋণগ্রহীতার কাছ থেকে প্রতিটি ঋণের বিপরীতে কিছু সই চেক লোন ডকুমেন্টের সঙ্গে সংরক্ষণ করতেন তিনি। এছাড়া গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে ঋণ হিসাব সমন্বয়ের কথা বলে অগ্রিম চেক নিতেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়