শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হনুমান রক্ষায় র‌্যাব

মাজহারুল ইসলাম : সেখানকার পশ্চিম লইয়ারকুল এলাকায় গাছের ফলমূল-শাকসবজি খেয়ে ফেলা, ঘরবাড়িতে ঢুকে তাণ্ডব করার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীর হাতে হনুমানের জীবন বিপন্ন হওয়ার কথা জেনে তাদের রক্ষায় এগিয়ে এলো র‌্যাব-৯।

র‌্যাব-৯-এর অপারেশন অফিসার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, জীবন বিপন্ন হতে পারে জানতে পেরে ওই হনুমানগুলো রক্ষার উদ্যোগ নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিয়াজ ইকবাল মাসুদকে এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে র‌্যাব-৯-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েমের নির্দেশে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে হনুমানগুলো না মারতে এলাকাবাসীকে নির্দেশনা দেয়।

গ্রামবাসী জানায়, গত প্রায় এক সপ্তাহ ধরে ১০/১২টি হনুমান এলাকার এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়াচ্ছে। খেতের সবজি এবং গাছের ফলমূল খেয়ে ফেলছে। এ ছাড়াও গ্রামবাসীর ঘরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। এতে গ্রামবাসীরা খুবই আতঙ্কগ্রস্ত।

এ ব্যাপারে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ওই গ্রামটিতে প্রচুর গাছ ও বাঁশঝাড় রয়েছে। হনুমানগুলো গাছের মগডালের দিকে থাকায় তাদের ধরা যায়নি। তবে হনুমান সাধারণত মানুষকে আক্রমণ করে না। কিন্তু এলাকার বৈদ্যুতিক লাইনে হনুমানগুলোর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়